ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাটোরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:১৬, ২৫ অক্টোবর ২০১৮

নাটোরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর আদালতে নাটোরের সিংড়া উপজেলার আওয়ামী লীগ নেতা আবু খান (৫৫) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৭ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দ-প্রাপ্তরা হলেন- আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭), সবুজ আহমেদ (২২), আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮), রুবেল হোসেন (২৬) ও মোঃ রাব্বানী (২৩)। সশ্রম যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু জানান, সরকারী খাস পুকুর নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সালের ২৯ মার্চ সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড়-বালাল গ্রামের মৃত শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত আবু খানের ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মেহেরপুরে ৫ জন সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আনোয়ার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদ-াদেশের আদেশ দেয়া হয়েছে। দ-প্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে ফজলুল হক, নুর বকসের ছেলে সালেহীন, খয়ের বকসের ছেলে খুশালী, মজিবুর রহমানের ছেলে হাসানুজ্জামান ও এলাহী বকসের ছেলে আব্দুর রাজ্জাক। মামলায় অন্য ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের ইসাহাক ও পচা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১৯৯৫ সালের ১১ মে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পচা গ্রুপের আব্দুল গেজালের ছেলে মিনাল হোসেনকে আটকিয়ে রাখে প্রতিপক্ষরা। এ ঘটনা জানতে পেরে তাকে ছাড়াতে যায় ইসাহাক গ্রুপের লোকজন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ঘ বেধে যায়। ঝালকাঠিতে স্বামী নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, জেলা দায়রা জজ আদালত স্ত্রী হত্যার দায়ে বুধবার স্বামী আব্দুল জব্বার হাওলাদারকে যাবজ্জীবন করাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দ-াদেশ প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত আব্দুল জব্বার হাওলাদার জেলার কাঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মৃত মোসলেম হাওলাদারের পুত্র। রায় ঘোষণা করেন। উল্লেখ্য ২০১৬ সালের ১৯ জুলাই রাত সাড়ে ৯টায় আব্দুল জব্বার হাওলাদার তার বসত ঘরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে।
×