ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অবকাঠামো রক্ষণাবেক্ষণে এডিবির ৪ কোটি টাকা অনুদান

প্রকাশিত: ০৪:২০, ২৪ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে অবকাঠামো রক্ষণাবেক্ষণে এডিবির ৪ কোটি টাকা অনুদান

স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো রক্ষণাবেক্ষণে ৪ লাখ ৭১ হাজার ডলার সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অনুদান হিসেবে সংস্থাটি এই অর্থ দেবে। স্থানীয় টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি টাকা। সহায়তার এ অর্থ দিয়ে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে জাতিসংঘের সংস্থা ইউএনডিপি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এডিবি কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। অনুষ্ঠানে জানানো হয়, ইউএনডিপি দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় কাজ করে যাচ্ছে। সেখানে তাদের বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠেছে। ইউএনডিপি এনজিও নিয়োগ করে ডেভলপমেন্ট কমিটি গঠন করে নেতাদের প্রশিক্ষণ দেবে।
×