ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দারুণ জয়ে শীর্ষে বার্সিলোনা, তবু তুরিনে হোঁচট জুভেন্টাসের, ১১ বছর পর মেসি-রোনাল্ডোকে ছাড়া এল ক্লাসিকো

রোনাল্ডোর রেকর্ড, মাঠের বাইরে মেসি

প্রকাশিত: ০৬:০১, ২২ অক্টোবর ২০১৮

 রোনাল্ডোর রেকর্ড, মাঠের বাইরে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাত ছিল ঘটনাবহুল। স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরে শীর্ষস্থানে এসেছে বার্সিলোনা। ন্যুক্যাম্পে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা। তবে দলটির অধিনায়ক লিওনেল মেসির হাত ভেঙ্গে যাওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। অন্যদিকে ইতালিয়ান সিরি’এ লীগে গোল করে অনন্য রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু তাতে জয় পায়নি স্বাগতিক জুভেন্টাস। তুরিনে অনুষ্ঠিত ম্যাচে জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা। মাঠের বাইরে চলে যাওয়ায় বুধবার ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগ ও চারদিন পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলতে পারছেন না মেসি। বার্সিলোনা বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন পরীক্ষার পর মেসির ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়েছে। যে কারণে অন্তত তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লীগ ও এল ক্লাসিকো ছাড়াও ৩ নবেম্বর রায়ো ভায়োকানোর বিপক্ষে লা লিগা ও ৬ নবেম্বর ইতালিতে ইন্টার মিলানের বিপক্ষে ফিরতি দুটি সফরেও থাকছেন না মেসি। ধারণা করা হচ্ছে ১১ নবেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে ন্যুক্যাম্পে ফিরবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ইনজুরি নিয়ে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা জানি সে আমাদের কি দিতে পারে, একই সঙ্গে প্রতিপক্ষও জানে সে কি। তারপরও আমাদের প্রস্তুত থাকতে হবে। মেসির অনুপস্থিতিতে কিভাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আমরা সামনে এগিয়ে যাব সেটাই এখন মূল চ্যালেঞ্জ। ন্যুক্যাম্পে ২৬ মিনিটে মাঠ ছাড়ার আগে ১২ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মেসি। টেবিলের তৃতীয় স্থানে থাকা সেভিয়ার বিপক্ষে দারুণ এই জয়ে শীর্ষে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। সেভিয়ার ফ্র্যাংকো ভাজকুয়েজের সঙ্গে ধাক্কা লেগে মেসি মাটিতে পড়ে গেলে ডান হাতে ব্যথা পান। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ না হওয়ায় তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। তার স্থানে বদলি হিসেবে মাঠে নামেন উসমান ডেম্বেলে। এর আগে ফিলিপ কুটিনহোর গোলে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলে এসিস্ট করেন মেসি। পেনাল্টি থেকে ৬৩ মিনিটে লুইস সুয়ারেজ বার্সার পক্ষে তৃতীয় গোল করেন। পাবলো সারাবিয়া ও লুইস মুরিয়েলের গোলে সেভিয়া দুই গোল পরিশোধ করলেও ইভান রাকিটিচের ভলিতে বার্সার জয় নিশ্চিত হয়। আরেক ম্যাচে ইউরোপের শীর্ষ লীগে ৪০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন জুভেন্টাসের পর্তুগাল সুপারস্টার রোনাল্ডো। জেনোয়ার বিপক্ষে সিরি’এ লীগের এই গোলের সুবাদে ইউরোপের শীর্ষ পাঁচটি লীগ থেকে প্রথম কোন ফুটবল তারকা হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন সি আর সেভেন। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসি ৩৮৯ গোল করে আছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে। জুভেন্টাসের হয়ে রোনাল্ডোর এটি পঞ্চম গোল। দারুণ সূচনা করা ম্যাচে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনাল্ডো। ১৮ মিনিটে গোলটি করেন তিনি। কিন্তু বিরতির পর ৬৭ মিনিটে গোলটি পরিশোধ করে দেন জেনোয়ার ড্যানিয়েল বেসা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে স্বমূর্তিতে ফিরতে না পারা রোনাল্ডো দারুণ সমালোচনার মধ্যে ছিলেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালীয় জায়ান্টে যোগ দেয়ার পর গোল খরার মধ্যে থাকা এই তারকা স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু গোল করে মাইফলকে পৌঁছলেও দল জিততে না পারায় সন্তুষ্ট না তিনি। এদিকে ২০০৭ সালের পর এই প্রথমবারের মতো এল ক্লাসিকোতে খেলছেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেভিয়ার বিপক্ষে ম্যাচে হাতের হাড়ের ইনজুরিতে পড়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে মৌসুমের শুরুতে দলবদল করে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনাল্ডো। এ কারণেই এগারো বছর পর আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে মেসি-রোনাল্ডো বিহীন এল ক্লাসিকো।
×