ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশেই তৈরি হবে বিদ্যুতের প্রিপেইড মিটার

প্রকাশিত: ০৪:৩৭, ২২ অক্টোবর ২০১৮

দেশেই তৈরি হবে বিদ্যুতের প্রিপেইড মিটার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি প্রথমবারের মতো দেশেই বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ এবং চীনের দুটি রাষ্ট্রীয় কোম্পানি যৌথ মূলধনী নতুন এই কোম্পানি গঠনে রবিবার চুক্তি সই করেছে। চুক্তির শর্ত অনুযায়ী রাষ্ট্রীয় বিদ্যুত বিতরণকারী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৫১ ভাগ এবং চীনের হেক্সিং ইলেক্ট্রিক্যাল কোম্পানির ৪৯ ভাগ মালিকানা রয়েছে। নতুন এই কোম্পানির কারখানা নির্মাণ করা হয়েছে খুলনা শহরের উপকণ্ঠে বিশ্বরোডের পাশে সাচিবুনিয়াতে। প্রাথমিকভাবে ১৫০ প্রশিক্ষিত কর্মী বছরে পাঁচ লাখ প্রিপেইড মিটার তৈরি করবে। তবে পর্যায়ক্রমে ক্ষমতা বৃদ্ধি করে মিটারের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। রাজধানীর বিদ্যুত ভবনে চুক্তিতে ওজোপাডিকো সচিব আব্দুল মোতালেব এবং হেক্সিংয়ের পক্ষে চেয়ারম্যান জো ইয়াং চেং সই করেন। আগামী জানুয়ারি থেকেই বাণিজ্যিক উৎপাদন শুরু করবে কোম্পানিটি। এখন উৎপাদন বিতরণের বেশিরভাগ সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হয়। প্রিপেইড মিটার তৈরি করার মাধ্যমে ক্রমান্বয়ে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনের দিকে ঝুঁকবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
×