ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী মাধ্যমিক স্কুল শিক্ষকদের টাইম স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৪:৩৬, ২২ অক্টোবর ২০১৮

 সরকারী মাধ্যমিক স্কুল শিক্ষকদের টাইম স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান শিক্ষকরা। বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী বেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় যথা সময়ে টাইম স্কেলের ফাইল ছেড়ে দিলেও শিক্ষা মন্ত্রণালয় অদৃশ্য কারণে এটি ঝুলিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী নিদের্শনা দিলে টাইম স্কেল সাত দিনে বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, বিগত ৫ থেকে ৬ বছর ধরে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৩৯ জন সহকারী শিক্ষক সিলেকশন গ্রেড বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
×