ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরে শীতের হাল্কা মেজাজ, কৃষকের ঘরে নতুন ধান

প্রকাশিত: ০৬:৫৮, ২০ অক্টোবর ২০১৮

 উত্তরে শীতের হাল্কা মেজাজ, কৃষকের ঘরে নতুন ধান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রকৃতিতে এখন শরত ঋতু । ছোট হয়ে এসেছে দিন। বেলা না গড়াতেই দ্রুত দিন ফুরিয়ে নামছে সন্ধ্যা। ক্রমশ কমছে তাপমাত্রা। বাতাসে হিমের ছোঁয়া। রাতে মৃদু কুয়াশা। হালকা ঠা-া উত্তরবঙ্গে। একটু আগাম এসে গেছে শীত। তাই নরম রোদের আলো গায়ে মেখেছে উত্তরের মানুষ। বাংলাবান্ধা থেকে সাঘাটা পর্যন্ত রংপুর বিভাগের নীলফামারীসহ আট জেলায় শীতের হালকা মেজাজ। রাতে ঘুমাতে এখন রীতিমতো লাগছে চাদর বা কাঁথা। ভোরে নামছে ঘন কুয়াশা। ভোরের রাঙা প্রভাতে দূর্বাঘাসের ওপরে শিশির বিন্দুর খুঁনসুটি খেলা শুরু হয়েছে । বাতাসের আর্দ্রতা কমতে শুরু হওয়ায় শুষ্ক ত্বকে টান ধরছে। যতই দিন যাচ্ছে সূর্যতাপ ততই কমছে। সকালের মিষ্টি রোদের অপেক্ষাতেই এখন ঘুম ভাঙছে মানুষের। বাজারে উঠেছে শীতের সবজি। এরই মধ্যে আগাম আমন ধান কাটা ও মাড়াই শেষে এই ধান ঘরে উঠতে শুরু করেছে। নীলফামারীতে পূর্বের যে কোন বছরের চেয়ে এবার আগাম আমনের উৎপাদন বেশি হয়েছে। জেলাটিতে গড় ফলন ৪ দশমিক ৬৯ টন। চলতি মৌসুমে জেলাটিতে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আগাম আমনের আবাদ হয়েছে। এর মধ্যে উফশী জাতের আবাদ হয় ৬ হাজার হেক্টর জমিতে ও বাকি জমিতে আবাদ হয় হাইব্রিড জাতের ধান। আঞ্চলিক ভাষায় এইটাকে বলে মঙ্গা খেদার ধান। ধান কাটি আগাম আলু করা যায়। কিন্তু এই ধান আবাদ করি ধানও পাওয়া যায়, আগাম আলুও গাড়া যায়। নীলফামারীর জাকিরগঞ্জ গ্রামের কৃষক হোসেন শাহ (৫৬)। জানালেন, এবার তিনি ৯ বিঘা জমিতে আগাম জাতের আমন আবাদ করেন। প্রতি বিঘায় গড়ে ধান পেয়েছে ১৬ মণ করে। এখন একই জমি আলু আবাদ করছেন। তিনি আরও বলেন, আগে আগাম জাতের আলু চাষ করার জন্য জমি ফেলে রাখতে হতো। এখন আগাম জাতের চায়না ও হাইব্রিড ধান আসায় জমি ফেলে রাখতে হয় না। তাছাড়া ধান আবাদের পর আগাম আলু চাষ করলে ওই জমিতে আলুর ফলনও ভাল হয়। নতুন ধানের চালের আটায় সন্ধ্যার পর ভাপা পিঠার গরম ভাপে মোড়ে মোড়ে চলছে শীত উদ্যাপন। স্বাভাবিক গতিতেই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। ধীরে ধীরে কমছে সর্বনিম্ন তাপমাত্রাও। দিনভর নাতিশীতোষ্ণ আবহাওয়া। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চরাঞ্চল।
×