ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘হ্যাজার্ডকে ছাড়বেই না চেলসি’

প্রকাশিত: ০৬:৫১, ২০ অক্টোবর ২০১৮

  ‘হ্যাজার্ডকে ছাড়বেই না চেলসি’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস্টিয়ানো রোনাল্ডো দলছুট হওয়ার পর রীতিমতো খেই হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সব টুর্নামেন্টেই হযবরল অবস্থা। এমন অবস্থায় ভারসাম্য ফেরাতে ইডেন হ্যাজার্ডকে দলে ভেড়ানোর চিন্তা-ভাবনা করছে হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এক্ষেত্রে গ্যারেথ বেলের পরিবর্তে চেলসির বেলজিক তারকাকে চায় তারা। তবে কাজটা সহজ হবে না বলেই মনে হচ্ছে। কেননা চেলসি যে কোন মূল্যে হ্যাজার্ডকে ধরে রাখার ঘোষণা দিয়েছে। বেসামাল রিয়াল সর্বশেষ টানা তিন ম্যাচে জয়হীন। এক ম্যাচেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। ২০০৭ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে জয় না পাওয়ার সঙ্গে কোন গোল করতে পারেনি দলটি। ফলে গোলহীন প্রতিটি ম্যাচেই সমর্থকদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের সামনেও ভেসে উঠছে সি আর সেভেনের মুখ। কিন্তু চাইলেও তো আর রোনাল্ডোকে ফেরত পাচ্ছে না গ্যালাক্টিকোরা। বাধ্য হয়েই একজন গোলমেশিন খুঁজছে লস ব্লাঙ্কোসরা। রাডারে অনেকে থাকলেও প্রধান টার্গেট এখন হ্যাজার্ড। হ্যাজার্ড নিজেও একাধিকবার বলেছেন, রিয়াল তার ‘স্বপ্নের ক্লাব’। দিনকয়েক আগেও একথা বলেছেন। কিন্তু তিনি এটিও বলেছেন, এই জানুয়ারিতে অন্তত চেলসি ছাড়ছেন না। হ্যাজার্ডকে দলে নিলে যে অনেকবেশি বেতন দিতে হবে সেটা ভাল করেই জানে রিয়াল। তাই আর্থিক ভারসাম্যের জন্য হ্যাজার্ড চুক্তিতে বেলকে ‘বিনিময়’ হিসেবে ব্যবহার করতে চায় স্প্যানিশ জায়ান্টরা। জানা গেছে, চেলসির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকা হ্যাজার্ডকে দলে টানতে বহু কাঠখড় পোড়াতে হবে রিয়ালকে। হ্যাজার্ডের সঙ্গে রিয়াল পাখির চোখ করেছে ইংল্যান্ড স্ট্রাইকার রাহিম স্টার্লিংকেও। দু’দিন আগে স্পেনের বিপক্ষে জোড়া গোল করার পর ম্যানচেস্টার সিটি তারকার দিকে চোখ একটু বেশি বড় করেই তাকাচ্ছে রিয়াল। শোনা যাচ্ছে, স্টার্লিংকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে রিয়ালকে। এ দু’জনের সঙ্গে রিয়ালকে জড়িয়ে নাম ভাসছে মোহাম্মদ সালাহ’রও। তবে শুধু রিয়াল নয়, লিভারপুলের মিসরীয় তারকার দিকে নাকি চোখ রাখছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাও। তবে হ্যাজার্ডকে ধরে রাখতে তাকে ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানাতেও রাজি ব্লুজরা। এমনই চাউর হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। চলমান ইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচে হ্যাজার্ডের গোল সাতটি। সব প্রতিযোগিতা মিলিয়ে পরিসংখ্যানটা ১০ ম্যাচে ৮ গোল। শুধু এবার নয়, চেলসির জার্সিতে বরাবরই ধারাবাহিক বেলজিয়ামের ২৭ বছর বয়সী এ উইঙ্গার। রিয়ালের পরিকল্পনা বানচাল করে হ্যাজার্ডকে তাই ধরে রাখার প্রত্যয় জানালেন চেলসি চেয়ারম্যান ব্রুসন বাক। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, লন্ডন কিংবা দুনিয়াজোড়া চেলসিরভক্তরা হ্যাজার্ডকে ভালবাসে। সে শুধু দারুণ একজন ফুটবলারও নয় অসাধারণ মানুষও। আমরা তাকে ধরে রাখতে চাই। এ জন্য যা করার সেটাই করা হবে। শোনা যাচ্ছে, হ্যাজার্ডের মৌসুম প্রতি পারিশ্রমিক ১৮ মিলিয়ন ইউরো করার প্রস্তুতি নিচ্ছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে হ্যাজার্ডের মৌসুম প্রতি বর্তমান পারিশ্রমিক ১৩.৫ মিলিয়ন ইউরো। চেলসির সঙ্গে তার চুক্তি ২০২০ সাল পর্যন্ত। তবে এর আগেই চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারে লন্ডনের পরাশক্তিরা।
×