ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’৫০ সালের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল বিলীন হতে পারে

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ অক্টোবর ২০১৮

’৫০ সালের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল বিলীন হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারকেই আবারও ভোট দিয়ে নির্বাচিত করার কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, বর্তমান সরকারই পৃথিবীর অন্যান্য দেশগুলোর আগে নিজের অর্থায়নে জলবায়ু ট্রাস্ট প্রতিষ্ঠা করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী দিয়েছে এবং এটিকে অব্যাহত রাখতে হবে। এই আওয়ামী লীগ সরকারকেই আবার ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য সার্বভৌমত্বের ওপর প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি প্রসঙ্গে মেনন বলেন, দেশে যেভাবে জলবায়ুু পরিবর্তন হচ্ছে, তাতে আগামী ২০৫০ সালের মধ্যে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকাবিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বঙ্গোপসাগরে বড় ভূখ- জাগার সম্ভাবনা রয়েছে। তাই এসবের মোকাবেলা করতে হলে এই সরকারকে কন্টিনিউ করতে হবে। পৃথিবীর ১০টি জলবায়ুু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। বর্তমান সরকারের দিকে গুরুত্ব সহকারে এটি দেখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো সমুদ্র তীরবর্তী নিচু দেশগুলোর ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবেলায় বিশ্বের শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
×