ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি যুব ছায়া সংসদের

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ অক্টোবর ২০১৮

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি যুব ছায়া সংসদের

স্টাফ রিপোর্টার ॥ খাদ্য অধিকার মানুষের মৌলিক মানবাধিকার। সকলের জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার অভিপ্রায়ে খাদ্য অধিকার আইন প্রণয়নের যৌক্তিকতা ও সুপারিশ তুলে ধরতে মঙ্গলবার, সকাল ১০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিশ্ব খাদ্য দিবস উদযাপনের অংশ হিসেবে ‘যুব ছায়া সংসদ’র ৭ম অধিবেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় এলাকার আদলে ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন মোট ৩৫০ শিক্ষার্থী এই যুব ছায়া সংসদে প্রতিনিধিত্ব করেন। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, ড্যান চার্চ এইডসহ দেশের পঞ্চাশটির অধিক স্বেচ্ছাব্রতী সংগঠন এই যুব ছায়া সংসদ আয়োজন করেছে। আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক এবং এএফওর সিনিয়র ন্যাশনাল এডভাইজার অধ্যাপক ডাঃ শাহ মনির হোসেন, খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন এবং ড্যান চার্চ এইডের রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুর রহমান। যুব ছায়া সংসদের বিকেলে অধিবেশনে ‘যুব ছায়া সংসদের প্রাতিষ্ঠানিকীকরণ’ শীর্ষক আলোচনায় বক্তারা উল্লেখ করেন বাংলাদেশের আগামীর ভবিষ্যত নির্ভর করছে যুব সমাজের ওপরই। যুবরা যদি সঠিক পথে ও দিক নির্দেশনায় নেতৃত্বভার গ্রহণ না করে তবে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাই যুবদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে পৃথিবীর অনেক দেশেই সরকারী পৃষ্ঠপোষকতায় ‘যুব ছায়া সংসদ’ পরিচালিত হয়। ‘উন্নয়নের রোল মডেল’ খ্যাত আমাদের প্রিয় বাংলাদেশেও ‘যুব ছায়া সংসদ’ জাতীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় নিয়মিতভাবে পরিচালনার জন্য যুব প্রতিনিধিরা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে।
×