ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্য প্রযুক্তি খাতে ছয় পুরস্কার পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৬, ১৫ অক্টোবর ২০১৮

তথ্য প্রযুক্তি খাতে ছয় পুরস্কার পেল বাংলাদেশ

বিডিনিউজ ॥ চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম আসর ‘এ্যাপিকটা এ্যাওয়ার্ডস-২০১৮’ এ একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নসহ ছয়টি পুরস্কার জিতেছে বাংলাদেশ। এছাড়াও অন্য ক্যাটাগরির পাঁচটি পুরস্কার এসেছে ‘মেরিট’ থেকে। বাংলাদেশ থেকে ‘সিনিয়র স্টুডেন্ট’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের ফিড’এম প্রকল্প। বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মেরিট পুরস্কারজয়ী প্রকল্পগুলো হলো- ক্রস ক্যাটাগরিতে (স্টার্টআপ) সিন্দাবাদ ডটকম লিমিটেডের প্রকল্প সিন্দাবাদ ডটকম, ‘সিনিয়র স্টুডেন্ট’ ক্যাটাগরিতে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রকল্প সবজান্তা, ‘ইন্ডাস্ট্রিয়াল (এ্যাগ্রিকালচার) ক্যাটাগরিতে এসিআই এগ্রিবিজনেসের প্রকল্প ফসলি, ইন্ডাস্ট্রিয়াল (ট্রান্সপোর্ট) ক্যাটাগরিতে যান্ত্রিক লিমিটেডের যান্ত্রিক নাইন ওয়ান ওয়ান, ইনক্লুশন ও কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে এটুআই-সফটবিডি লিমিটেডের যৌথ প্রকল্প একসেবা। এবার ১৫টি ইকোনমি থেকে ২৬৬টি প্রকল্প এ্যাপিকটা এ্যাওয়ার্ডসে অংশ নিয়েছে। বাংলাদেশের ৮১ সদস্যদের প্রতিনিধিদল এ্যাপিকটা এ্যাওয়ার্ডসে অংশ নিয়েছে। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর নেতৃত্ব দিয়েছেন এই দলটির।
×