ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত নেতার আনুগত্য স্বীকার করে অস্তিত্ব রক্ষার চেষ্টা বিএনপির ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৮, ১৫ অক্টোবর ২০১৮

  পরিত্যক্ত নেতার  আনুগত্য স্বীকার করে অস্তিত্ব  রক্ষার চেষ্টা বিএনপির ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি এখন জাতীয় নেতৃত্বশূন্য দল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি অনেক আগেই জনবিচ্ছিন্ন দল হয়ে পড়েছে। বর্তমানে এই দল হয়ে গেছে জাতীয় নেতৃত্বশূন্য। তারা এখন দু’একজন লোক নিয়ে গড়া তথাকথিত রাজনৈতিক দলের পরিত্যক্ত নেতাদের ভাড়া করেছে। আর এক পরিত্যক্ত নেতার অনুগত্য স্বীকার করে জাতীয় ঐক্য গড়ে তারা অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। তারা যেসব নেতাকে ভাড়া করেছেন তাদের অবস্থা অনেকটা ‘ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার’ এর মতো। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিসটস আয়োজিত ‘পরিবর্তনশীল বিশ্ব তরুণদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ গোলাম ফারুক আলম ও সহযোগী অধ্যাপক ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যের নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, অনেক রাজনৈতিক নেতা এখন মানসিক ব্যাধিতে ভুগছেন। তাদের মানসিক চিকিৎসা দরকার। তারা আবার জাতীয় ঐক্যের কথা বলছেন। কিন্তু জনগণের সমর্থন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের জবাবে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আপনাদের দাবি অযৌক্তিক ও অসাংবিধানিক। জনবিচ্ছিন্ন হয়ে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে দেশ পরিচালনার নেতৃত্বে আছেন। তাকে পদত্যাগ করতে বলার বিষয়টিই অসাংবিধানিক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে। নিজের জীবন বাজি রেখে দেশের সব সেক্টরেই উন্নয়ন ঘটিয়ে চলেছেন তিনি। বাংলাদেশের উন্নয়ন আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। বিএনপি নেতাদের চক্রান্ত বাদ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ঐক্যের নামে সরকার ও দেশবিরোধী চক্রান্তের বিষয়টি আজ জনগণ জেনে গেছে। এবার চক্রান্ত করে কোন লাভ হবে না। নির্বাচনের মাঠে আসুন। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণের রায় মেনে নেব। পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তরুণ বয়সেই মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো কারও কারও কাছে অত্যন্ত আনন্দময় এবং কারও কারও ক্ষেত্রে এগুলো ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে তরুণদের বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই তাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া জরুরী। এই ক্ষতিকর দিকসমূহ সতর্কতার সঙ্গে মোকাবেলা করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
×