ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাস উল্টে নারী যাত্রী নিহত ॥ আহত ১৫

প্রকাশিত: ০৪:০২, ১৫ অক্টোবর ২০১৮

  সিরাজগঞ্জে বাস উল্টে নারী যাত্রী নিহত ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ গোলচত্বর যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে ১৬ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়। টঙ্গীতে চালক নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার দুপুরে টঙ্গীর কাদেরিয়া গেটের সামনে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের এক চালক নিহত এবং তিন পথচারী আহত হয়েছেন। নিহত পিকআপ চালকের নাম আব্বাস উদ্দিন (৩৫)। পিতার নাম দেলোয়ার হোসেন। ঢাকার শ্যামপুরে তার বাসা। দেশের বাড়ি বরিশাল জেলার সদরে। আহতরা হচ্ছেন, জয়নাল (৪০), ফরহাদ (২০) ও আলমগীর (২৮)। আহতদের টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপতালে নেয়া হয়েছে। জানা গেছে, টঙ্গী-গাজীপুর সড়কে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়ানো পথচারীসহ একটি পিকআপ ভ্যানের ওপর উঠিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
×