ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ছাত্রী ধর্ষণ মামলায় লম্পট গ্রেফতার

প্রকাশিত: ০৬:২১, ১৪ অক্টোবর ২০১৮

নীলফামারীতে ছাত্রী ধর্ষণ মামলায় লম্পট গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মাসুদ রানা (২৮) নামে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মমিনুল ইসলাম। পুলিশ সূত্র মতে, শুক্রবার রাতে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আলুপাড়া দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ ওই এলাকার আবু তালেবের ছেলে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে আসামি মাসুদকে গ্রেফতার করা হয়। মামলার বরাত দিয়ে এসআই হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে স্কুলের টিফিনের সময় আসামি মাসুদ রানার ভাতিজির সঙ্গে তার বান্ধবী ছাত্রীটি তাদের বাড়িতে যায়। তখন একাকী টিভি দেখার সময় ওই ঘরে তারা ঢুকলে ভাতিজিকে বের করে দিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে মাসুদ। পরে বিষয়টি প্রকাশ না করতে ছাত্রীটিকে ভয়ভীতিও দেখান মাসুদ। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই স্কুলছাত্রীর বাবা শুক্রবার বাদী হয়ে নীলফামারী থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-৯/১৮)। শনিবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলেও জানান এসআই হেলাল উদ্দিন। চট্টগ্রামে গাড়ির যন্ত্রাংশসহ সাত চোর গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর জোনের গোয়েন্দা বিভাগের অভিযানে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা এদের কাছ থেকে গাড়ির ব্যাটারিসহ বেশকিছু পার্টস উদ্ধার করা হয়েছে। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি টেক্সিও আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এই সাতজন ছাড়াও তাদের চক্রের অন্য সদস্যরাও বিভিন্ন স্থানে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে। গ্রেফতারকৃত ৭ জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। এরমধ্যে রয়েছে গাড়ির ৩টি ১২ ভোল্টের ব্যাটারি, চোর চক্রের ব্যবহার করা একটি সিএনজি টেক্সি, ২টি স্লাইরেঞ্জ ও ২টি কাটার।
×