ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থবিত্ত ও সম্পদের ওপর রাজনীতি নির্ধারণ হয় ॥ মেনন

প্রকাশিত: ০৮:০২, ১৩ অক্টোবর ২০১৮

  অর্থবিত্ত ও সম্পদের ওপর রাজনীতি নির্ধারণ হয় ॥ মেনন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এ দেশে জিয়াউর রহমান ও এরশাদ দুর্নীতিবাজদের, আমলাদের ও ব্যবসায়ীদের রাজনীতিতে নিয়ে এসেছেন। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কার কত অর্থবিত্ত রয়েছে, কার কত জায়গা (সম্পদ) রয়েছে তার ভিত্তিতে রাজনীতি নির্ধারণ হয়। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ঠিক করতে হবে এ বাংলাদেশ গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে এগিয়ে যাবে? অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে বিকশিত করতে পারব? নাকি ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো পরিস্থিতি আমরা তৈরি করব। নাকি ৭৫ সালের ১৫ আগস্ট আমরা তৈরি করব। নাকি বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমানের ইতিহাস তৈরি করব? শুক্রবার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেন, আদর্শগত রাজনীতি করতে চাই। আদর্শের মাঝখানে থেকেই লড়াই করতে চাই। দলের ভেতর থেকেই দলের বিরুদ্ধে যারা কথা বলেন, যারা অন্যায় করে, অপকর্ম করে, খুন করে এবং দলের আশ্রয়-প্রশ্রয়ে যারা লালিত হয়, যারা প্রশাসনকে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর প্রবীণ সদস্য শফিউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানে। পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
×