ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ বাছাইয়ে চীনের দুঃখ!

প্রকাশিত: ০৭:৩৩, ১২ অক্টোবর ২০১৮

টি২০ বিশ্বকাপ বাছাইয়ে চীনের দুঃখ!

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। কিন্তু সেটি হয়তো তারা ভুলেই যাবে ক্রিকেট খেলতে নামার পর। টি২০ বিশ্বকাপ বাছাইয়ে একের পর এক দুর্দশা ও লজ্জায় ডুবছে চীন ক্রিকেট দল। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ও অর্থনৈতিক শক্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটি সর্বশেষ ম্যাচে গুটিয়ে গেছে মাত্র ২৬ রানে। ৮ জনই শূন্য রানে সাজঘরে ফেরেন। এই রানে গুটিয়ে যায়ার পর নেপাল মাত্র ১১ বল খেলেই জয় ছিনিয়ে নেয়। কুন হ্যানসেন শূন্য রানে সাজঘরে ফেরার পর বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারে ২১ রান দিলে দ্রুত বিনা উইকেটে ২৯ রান তুলে জয় নিশ্চিত করে নেপাল। চলতি বাছাই আসরে এটিই চীনের সবচেয়ে ছোট সংগ্রহ নয়। এছাড়াও তারা সিঙ্গাপুরের কাছ হেরে যাওয়া ম্যাচে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল। এছাড়া থাইল্যান্ড, ভুটান ও মায়ানমারের বিপক্ষেও পরাজয় দেখা ম্যাচগুলোয় তাদের ইনিংস ছিল যথাক্রমে ৯ উইকেটে ৩৫, ৪৫ এবং ৪৮। অথচ যে টুর্নামেন্টে খেলার জন্য বাছাইয়ে অংশ নিচ্ছে তারা সেখানে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তি আছে। এর মধ্যে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ২৬৩ রান তোলার বিশ্বরেকর্ডও আছে। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই বিশ্বরেকর্ড গড়েছিল অসিরা। ১৮৭৬ সাল থেকেই ক্রিকেট খেলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অথচ সেখানে চীনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ২০১০ সালের এশিয়ান গেমসে।
×