ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে গ্রেফতার হলো ইয়াবা কারবারি কুখ্যাত শাহেদ

প্রকাশিত: ০৬:১৩, ১২ অক্টোবর ২০১৮

অবশেষে গ্রেফতার হলো ইয়াবা কারবারি কুখ্যাত শাহেদ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ পাঁচ মাস পর পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া কুখ্যাত ইয়াবা কারবারি শাহেদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ পাঁচ মাস ধরে বেশভূষা পরিবর্তন করে ছদ্মবেশে ইয়াবা কারবার করে আসছিল সে। বুধবার সন্ধ্যায় পিবিআইয়ের ঢাকা মেট্রোর একটি দল রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়ার চব্বিশ ফিট এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত ইয়াবা কারবারি মোঃ শাহেদকে (৩৫) গ্রেফতার করে। তার পিতার নাম এসএম আলাউদ্দিন। মায়ের নাম মৃত খাইরুন নেছা বেগম। বাড়ি বংশাল থানাধীন হাজী ওসমান গণি সড়কের ৩০/২ নম্বরে। পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, শাহেদ কুখ্যাত ইয়াবা কারবারি এবং পুলিশের দায়ের করা মামলার পলাতক আসামি। পুলিশের কাছ থেকে পালিয়েও গিয়েছিল সে। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্পেশাল গ্রুপের পুলিশ পরিদর্শক আবুল বাশারের নেতৃত্বে চলতি বছরের ১ মে যাত্রাবাড়ীতে একটি অভিযান হয়েছিল। ওইদিন রাত আড়াইটার দিকে চালানো সেই অভিযানের সময় যাত্রাবাড়ী থানাধীন স্পীডবার্ড সিএনজি স্টেশন লিমিটেডের সামনে পুলিশের কাছ থেকে শাহেদ পালিয়ে যায়। ওই সময় পুলিশের হাতে সাড়ে ২৯ হাজার ইয়াবাসহ ধরা পড়ে শাহেদের দুই সহযোগী মনির হোসেন (৩৮) ও মোঃ নবীন হোসেন (২৪)। গ্রেফতারকৃত মনির ঢাকা-কক্সবাজার যাতায়াতকারী রয়েল পরিবহনের চালক আর নবীন হেলপার। তারা জবানবন্দীতে জানায়, তারা কক্সবাজার থেকে আব্দুল্লাহর কাছ থেকে ইয়াবা এনে শাহেদের কাছে পৌঁছে দিত। শাহেদ পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ পরিদর্শক আবুল বাশার যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। শাহেদকে গ্রেফতার করতে না পেরে তাকে পলাতক দেখিয়ে মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত মামলাটি আবার তদন্তসহ আসামিকে গ্রেফতার করতে পিবিআইকে দায়িত্ব দেয়। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জনকণ্ঠকে জানান, শাহেদ পলাতক থাকার সময় নিজের বেশভূষা পরিবর্তন করে ফেলে। ছদ্মবেশে ইয়াবা কারবার করছিল। অনেক চেষ্টার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
×