ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হংকং ওপেনের তৃতীয়পর্বে এলিনা সিতলিনা, জয়ে সন্তুষ্ট গারবিন মুগুরুজা

শুরুতেই স্টোসারের বিদায়

প্রকাশিত: ০৭:১৫, ১১ অক্টোবর ২০১৮

শুরুতেই স্টোসারের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ হংকং ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সামান্থা স্টোসার। মঙ্গলবার জাপানের নাও হিবিনোর কাছে ৬-৩ এবং ৬-৩ গেমে হার মানেন অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন এদিন হেরে গেলেও তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন তারই স্বদেশী দারিয়া গ্যাব্রিলোভা, রোমানিয়ার মনিকা নিকুলেস্কু, ইউক্রেনের এলিনা সিতলিনা এবং স্প্যানিশ টেনিস তারকা গারবিন মগুরুজা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় গারবিন মুগুরুজা। গত সোমবার ছিল তার জন্মদিন। অর্থাৎ জন্মদিনের পার্টি শেষেই কোর্টে নামতে হয় তাকে। প্রতিপক্ষ ছিল তারই স্বদেশী সারা সোরিবেস টোর্মো। তবে প্রতিপক্ষকে খুব সহজেই পরাজিত করেন তিনি। টুর্নামেন্টের চতুর্থ বাছাই মুগুরুজা এদিন ৬-৩ এবং ৬-১ গেমে হারান তার স্বদেশী খেলোয়াড়কে। হংকং ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করার পর তাই সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তার জন্মদিনের উৎসব প্রসঙ্গে। জবাবে মুগুরুজা বলেন, ‘খুব সাদামাটা উদযাপন করেছি আমরা। পুরো দলের সঙ্গে ডিনার করেছি। সত্যি কথা বলতে, আপনার পরের দিন যদি কোন ম্যাচ থাকে তাহলে সেই ম্যাচ ছাড়া ভিন্ন কিছু ভাবাটাই খুব কঠিন কাজ।’ আর ম্যাচের জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘স্প্যানিশ খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা মোটেও সহজ কোন কাজ নয়। কেননা উভয়ই উভয়কে চিনি আমরা। তবে ম্যাচ জয়ের পর আমি খুব খুশি।’ গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন মুগুরুজা।
×