ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭০ মিটার গেজ রেল ইঞ্জিন কিনছে সরকার

প্রকাশিত: ০৬:৫১, ১১ অক্টোবর ২০১৮

৭০ মিটার গেজ রেল ইঞ্জিন কিনছে সরকার

স্টাফ রিপোর্টার ॥ যাত্রী চাহিদা পূরণে ও রেলের চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের জন্য ৭০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন কিনছে সরকার। এ জন্য প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় হবে। বুধবার সকালে রেলভবনে এ লক্ষ্যে কোরিয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্দাই রোটেমের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী এবং হুন্দাই রোটেমের পক্ষে গ্লোবাল রেল হুন্দাই রোটেম-এর পরিচালক কোয়াং কুন ইউন স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ে মহাপরিচালক মোঃ কাজী রফিকুল আলম, হুন্দাই কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও সিউয়ং ট্যাক কিম ও নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×