ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই মাথা ৬ পা বাছুরের জন্ম

প্রকাশিত: ০৬:৪০, ১০ অক্টোবর ২০১৮

দুই মাথা ৬ পা বাছুরের জন্ম

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দুমাথা ও ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। শরীরের মধ্যে মাথা দুটি আলাদা এবং ৬টি পা-ই আলাদা ছিল। পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে সিজারের মাধ্যমে অদ্ভুত এই বাছুরটি মৃত অবস্থায় জন্ম হয়। অদ্ভুত এই বাছুরটিকে দেখতে হাজারো উৎসুক মানুষ প্রাণিসম্পদ অফিসে ভিড় করেন। জানা যায়, সদর উপজেলার হাড়িভাসা ইউপির মোহনঝাড় গ্রামের তহিদুল ইসলামের বাড়ির মঙ্গলবার সকালে গাভীর প্রসব বেদনা উঠলে তিনি স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে প্রথমে গাভীটির প্রসব করানোর চেষ্টা করেন। কিন্তু গাভীটির অবস্থা জটিল আকার ধারণ করলে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসা হলে জরুরীভাবে সিজার করা হয়। সুলতানের মৃত্যুবার্ষিকী আজ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৯ অক্টোবর ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ২৪তম মৃত্যুবার্ষিকী বুধবার। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়। সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
×