ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের দাবিতে ‘বাম ঐক্য ফ্রন্টের’ আত্মপ্রকাশ

প্রকাশিত: ০৬:৩৪, ১০ অক্টোবর ২০১৮

অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের দাবিতে ‘বাম ঐক্য ফ্রন্টের’ আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ বিপ্লবী তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের দাবিতে চার বাম দলের সমন্বয়ে ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন এক হয়ে এই জোট ঘোষণা করা হয়। যদিও জোটের কোন দলই নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক ও ফ্রন্টের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু। তিনি বলেন, গত ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন একতরফা নির্বাচনে ক্ষমতায় এসে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে দমন পীড়ন আরও বাড়িয়ে দিয়েছে। সরকার সভা-সমাবেশ, মিছিল ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কণ্ঠ চেপে ধরা হচ্ছে। পাশাপাশি চলছে বিরোধী মত দমনের ফ্যাসিস্ট আয়োজন। প্রতিদিন চলছে এনকাউন্টার ও ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকা-। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে গুম করার ঘটনা ঘটছে। তার কোন হদিস মিলছে না। চলতি বছরে এ পর্যন্ত ৪০৩ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। দেশজুড়ে নীরব আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। এই স্বৈরতন্ত্র জারি রেখে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এছাড়া দফায় দফায় বাড়ানো হচ্ছে গ্যাস বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দেশবাসী এই গুমোট পরিবেশ থেকে মুক্তি চায়।
×