ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুমি জনগণমননন্দিত নেত্রী

প্রকাশিত: ০৬:০৩, ১০ অক্টোবর ২০১৮

তুমি জনগণমননন্দিত নেত্রী

[২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক পরিকল্পিত ভয়াবহ গ্রেনেড হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ২১ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় ২৩ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিচক্ষণ-প্রাজ্ঞ-আত্মউৎসর্গীকৃত নেতৃত্বে দুঃশাসনমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে কবি মুহাম্মদ সামাদ তুমি জনগণমননন্দিত নেত্রী শিরোনামে একটি সাহসী কবিতা রচনা করেন। সেই সন্ত্রস্ত সময়ে গণসংগীতশিল্পী ফকির আলমগীর ‘পথিক সুজন’ ছদ্মনামে কবিতাটিকে সুর করে একটি জাগরণী গানে রূপদান করেন। সেই সময়ের তরুণ কণ্ঠশিল্পী আরিফ রহমান ও তাঁর সহশিল্পীদের কণ্ঠে গানটি রেকর্ড করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতার কবিতা সমন্বয়ে তুমি জনগণমননন্দিত নেত্রী শিরোনামে যুগপৎ একটি সিডি ও একটি ক্যাসেট তৈরি করা হয়। সেই অন্ধকার সময়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কবি মহাদেব সাহাকে সভাপতি করে প্রতিষ্ঠিত বাঙালি সংস্কৃতি কেন্দ্র ২০০৫ সালে ১০ জুন মুক্তিযুদ্ধ জাদুঘরে তুমি জনগণমননন্দিত নেত্রী শীর্ষক সিডি ও ক্যাসেটটির এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সামছুল হুদা হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং আলোচনা করেছিলেন সংগীতজ্ঞ কলিম শরাফী, কবি সৈয়দ শামসুল হক ও নাট্যজন রামেন্দু মজুমদার। আজ একুশে আগস্টের সেই ভয়াবহ গ্রেনেড হামলা মামলার রায় উপলক্ষে কবিতাটি জনকন্ঠের পাঠকদের জন্য উপস্থাপন করা হলো।] তুমি জনগণমননন্দিত নেত্রী প্রিয় নেত্রী শেখ হাসিনা-জননেত্রী হাসিনা তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার ভয় নাই তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ আমরা আছি লক্ষ-কোটি মুজিবের সন্তান। জেগেছে ছাত্র জেগেছে জনতা জেগেছে কৃষক-শ্রমিক বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক তোমার নামেই গর্জে ওঠে ভাইয়ের খুনে বোনের সম্ভ্রমে মায়ের কান্নায় পিতার রক্তে রাঙানো লাল বাংলাদেশ... বাংলাদেশ তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী। জীবন দিয়ে রক্ত দিয়ে রুখেছি গুলি বন্দুক বোমা এবার হবে খুনিদের দিন শেষ... খুনিদের দিন শেষ তোমার ডাকে তোমার সাথে বাঙালীর পথচলা তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী এই ক্ষুব্ধ বন্দিশালা আকাশে বাতাসে দিকে দিকে শুনি তোমার জয়ধ্বনি... তোমার জয়ধ্বনি তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার। প্রিয় নেত্রী শেখ হাসিনা-জননেত্রী হাসিনা তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার কোনো ভয় নাই তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।
×