ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাশ পরিবারে হস্তান্তর

কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছোরায় সাব রেজিস্ট্রার খুন, আটক ২

প্রকাশিত: ০৫:৩২, ১০ অক্টোবর ২০১৮

কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছোরায় সাব রেজিস্ট্রার খুন, আটক ২

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ অক্টোবর ॥ একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুষ্টিয়ায় নিহত সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ’র (৫৫) লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুুরে নিহতের ছেলে সিফাত ইবনে নূরের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন ভাড়া বাসায় দুর্বৃত্তদের হামলায় খুন হন কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ। এই হত্যাকা-ের সঠিক কারণ পুলিশ এখনও জানাতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। এরা হলোÑ অফিস পিয়ন ফারুক ও রাব্বি। এদিকে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব-রেজিস্ট্রার হত্যাকা-ের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বড় অংকের টাকায় বাড়ি কিংবা জমি ক্রয়-বিক্রয় বিষয়ে দলিল নিষ্পন্ন নিয়ে পক্ষগণের সঙ্গে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে প্রতিহিংসাবশত এ হত্যাকা- সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত জানান, হত্যাকা-ের রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে। দোষীদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ শহরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সোমবার রাত ১১টার দিকে বাড়ির সিঁড়িতে কয়েকজন মানুষের দৌড়া-দড়ির শব্দ শুনে ওই বাড়ির অন্য ভাড়াটিয়াসহ বাড়িওয়ালা বাইরে বেরিয়ে আসেন। এসময় কয়েকজনকে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা বাড়ির তিনতলায় সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদের বাসায় ঢুকে তাকে হাত-পা বাঁধা ও মারাত্মক জখম অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এসময় পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সাব-রেজিস্ট্রারকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে চিকিৎসা গ্রহণের পূর্বেই নূর মোহম্মদ শাহ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো চিহ্ন ছিল। ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপ ও শ্বাসরোধ করে নূর মোহাম্মদকে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত সাব-রেজিস্ট্রার নূর মোহম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। আইনমন্ত্রীর নিন্দা ॥ কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আইনমন্ত্রী বলেন, হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে নূর মোহাম্মদ শাহর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
×