ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরাফাতের ৭ উইকেট, সাদিকুরের সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৫৯, ৯ অক্টোবর ২০১৮

আরাফাতের ৭ উইকেট, সাদিকুরের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড সোমবার শুরু হয়েছে। চারদিনের ম্যাচের প্রথম দিন উল্লেখযোগ্য ঘটনা ছিল এক সময় জাতীয় দলে খেলা স্পিনার আরাফাত সানির ঢাকা মেট্রোপলিসের হয়ে ৭ উইকেট শিকার এবং চট্টগ্রাম বিভাগের পক্ষে ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরি। প্রথম স্তরে ফতুল্লায় মেট্রোর বিপক্ষে ঢাকার প্রথম ইনিংস ২০৬ রানেই গুটিয়ে গেছে। দিনশেষে মেট্রো বিনা উইকেটে ২৬ রান তুলেছে। অপর ম্যাচে, শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগ ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে স্বাগতিক খুলনার বিপক্ষে। দ্বিতীয় স্তরে কক্সবাজারে সাদিুকরের শতকের পরও সিলেট বিভাগের বিপক্ষে ৯ উইকেটে ২৮২ রান তুলে দিনশেষ করেছে চট্টগ্রাম বিভাগ। অপর ম্যাচে, রাজশাহীতে রংপুর বিভাগ প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যাওয়ার পর রাজশাহী বিভাগ বিনা উইকেটে ৯৯ রান তুলে শেষ করেছে প্রথম দিন। প্রথম স্তর ॥ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে রংপুর। ওপেনার লিটন দাস ১৭ রানেই সাজঘরে ফেরেন। নাঈম ইসলাম সর্বোচ্চ ৬০ রান করলেও বাকিদের ব্যর্থতায় তারা গুটিয়ে যায় ১৫১ রানে। রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নেন মোহর শেখ ও ফরহাদ রেজা। দিনশেষে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৩৭ ও মিজানুর রহমানের ৮৫ বলে ৯ চারে অপরাজিত ৫৯ রানের সুবাদে বিনা উইকেটে ৯৯ রান তুলেছে রাজশাহী। এখনও তারা পিছিয়ে ৫২ রানে। খুলনায় অপর ম্যাচে বোলারদের দাপটে বরিশাল শুরু থেকেই বিপর্যস্ত হলেও ৮ উইকেটে ২৬৬ রান তুলে দিন শেষ করেছে। ওপেনার শাহরিয়ার নাফীস ৪১, সোহাগ গাজী ৩৮ ও ৯ নম্বরে নেমে শামসুল ইসলাম ৩০ রান করেন। আট নম্বরে নামা নুরুজ্জামান ৪৮ রান নিয়ে ব্যাট করছেন। আব্দুর রাজ্জাক ৩টি এবং মেহেদী হাসান ও আলআমিন হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্তর ॥ দুই ঢাকা প্রথম রাউন্ডে জিতেছিল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছে সোমবার। প্রথম দিন শেষে ঢাকা মেট্রোর বোলারদের তোপে মাত্র ২০৬ রানেই গুটিয়ে গেছে ঢাকা বিভাগের প্রথম ইনিংস। রনি তালুকদার ৩০ রানে সাজঘরে ফেরার পর একাই লড়াই চালান তাইবুর রহমান। ১২২ বলে ৮ চারে ৮৮ রান করার পর তাকে শিকার করেন মোহাম্মদ আশরাফুল। তিনি ২ উইকেট নেন। তবে ঢাকার বিপর্যয়ের মূলে ছিলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তিনি ৫৭ রান দিয়ে নেন ৭ উইকেট। দিনশেষে বিনা উইকেটে ২৬ রান তুলে এখনও ১৮০ রানে পিছিয়ে মেট্রো। অপর ম্যাচে, ওপেনার সাদিকুর ১৯০ বলে ৯ চারে ১০৬ রান করলেও চট্টগ্রামের ইনিংস বেশি বড় হয়নি। মুমিনুল হক ৫২ বলে ৬ চারে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। ইয়াসির আলী ১৪৮ বলে ৩ চার, ৪ ছক্কায় ৮৪ রান করেন। এরপরও দিনশেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ২৮২! সিলেটের হয়ে শাহানুর রহমান ৩টি এবং নাবিল সামাদ ও আবু জায়েদ রাহী ২টি করে উইকেট নেন।
×