ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বীকারোক্তিমূলক জবানবন্দী তানোরে শাশুড়িকে হত্যা করে পুত্রবধূ

প্রকাশিত: ০৬:৩১, ৯ অক্টোবর ২০১৮

স্বীকারোক্তিমূলক জবানবন্দী তানোরে শাশুড়িকে হত্যা করে পুত্রবধূ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোরে শয়নকক্ষে চাঞ্চল্যকর জোহরা বেগম (৪৫) হত্যার রহস্য উদঘাটন হয়েছে। এ হত্যাকা-ের দায় স্বীকার করে নিহত জোহরার পুত্রবধূ সোনিয়া আক্তার রুমি (২২) ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রবিবার আদালতে রুমির জবানবন্দী রেকর্ড করা হয়। এ নিয়ে সোমবার নিজ দফতরে সংবাদ সম্মেলন করে জোহরা হত্যার বিস্তারিত তথ্য জানান রাজশাহী জেলা পুলিশ শহিদুল্লাহ। গত ৩ অক্টোবর তানোরের পাঁচন্দর ইউনিয়নের কচুয়া জিতপুর গ্রামের নিজের শয়নকক্ষে খুন হন জোহরা বেগম। পরে পুলিশ গিয়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় আহত অবস্থায় জোহরার পুত্রবধূ রুমিকেও উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। রুমির আদালতে দেয়া স্বীকারোক্তির বরাদ দিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহিদুল্লাহ জানান, ঘটনার দিন শাশুড়ি-পুত্রবধূর ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে পৌনে ৯টায় বাড়ির আঙ্গিনায় শাশুড়ি তার পুত্রবধূ রুমিকে মারতে যায়। এ সময় রুমি তার শাশুড়িকে প্রথমে হাঁসুয়ার বাঁট দিয়ে আঘাত করে। এতে জোহরা মাটিতে পড়ে যায়। এরপর সে জোহরার মুখে আঘাত করলে নাক দিয়ে রক্ত বের হয়। পরে টেনেহিঁচড়ে জোহরাকে ঘরে নিয়ে যায় রুমি। ঘটনাটি স্বামীকে বলে দেয়ার ভয়ে ঘরে থাকা চাপাতি দিয়ে জবাই করে জোহরার মৃত্যু নিশ্চিত করে রুমি নিজেই। জবাই করার সময় তাড়াহুড়া করতে গিয়ে রুমির হাতের আঙ্গুল কেটে যায়। এর পরে বাইরে গিয়ে রুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তবে তার জ্ঞান হারানোর বিষয়টি ছিল অভিনয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।
×