ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৮, ৮ অক্টোবর ২০১৮

টুকরো খবর

শিমুলিয়ায় ফেরি চলাচল সচল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তিনদিন পর রবিবার সীমিত আকারে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুমিল্লা, ফরিদপুর, কপোতি কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে যায়। কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি কাকলী ও কিশোরী শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এতে ঘাট এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাব্য সঙ্কটে বন্ধ হয়ে যায় দেশের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ অক্টোবর ॥ মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন আদালত। রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন ময়ময়সিংহ জেলার কোতোয়ালি উপজেলার গলগ-া গ্রামের নুর ইসলামের ছেলে ইকবাল বাহার এবং বামসুর গ্রামের আবুল হোসেনের ছেলে ওয়াসিম আলী এবং ভালুকা উপজেলার মেজরপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে গোলাম মোস্তফা । পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৭ অক্টোবর ॥ ভোলার চরফ্যাশনের দুলার হাটের আহম্মদ স্কুল এ্যান্ড কলেজ মাঠে শনিবার রাত সোয়া ১২টার সময় টহলরত পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুলার হাট থানার পুলিশ উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন, কনেস্টবল জাহিদ, সরোয়ার, স্থানীয় রোবায়েদ হোসেন রোবেল, সাইফুল ইসলাম রোবেল ও ইউছুফ আহত হয়েছেন।
×