ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪২, ৭ অক্টোবর ২০১৮

টুকরো খবর

সাত লাখ ইয়াবাসহ আটক দুই স্টাফ রিপোর্টার বরিশাল/নিজস্ব সংবাদদাতা কলাপাড়া ॥ প্রায় সাত লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮-এর সদস্যরা। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর রূপাতলীর র‌্যাবের সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম। সূত্র মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পটুয়াখালীর কলাপাড়া থানার শেখ কামাল সেতুর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ছয় লাখ ৭৭ হাজার ৫৬টি ইয়াবা, একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, চারটি সিমকার্ড, একটি প্রাইভেটকার এবং নগদ এক হাজার ৯৭৫ টাকা জব্দসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালী এলাকার ইউনুস আলীর পুত্র ইব্রাহিম (২৫) ও একই জেলার উখিয়া থানার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা আবুল হোসেনের পুত্র মোঃ আলম (৩০)। র‌্যাব সূত্রে জানা গেছে, এরা মিয়ানমার থেকে সমুদ্রপথে ট্রলারযোগে ইয়াবা আমদানি করে কুয়াকাটা থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বয়লার বিস্ফোরণে নিহত ১ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ নিহাচর লালখা খানকার মোড় এলাকায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে সেলিম খান (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। নিহত সেলিম খান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার বাবুল খানের ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার ভোর পাঁচটায় আল নাসির ওয়াশিং ডাইং কারখানর বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় সেলিম ও আব্দুলাহ নামে দুই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে কারখানার শ্রমিকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিস্ফোরণের পর পরই কারখানা কর্তৃপক্ষ গেটে তালা দিয়ে দেয়। আল নাসির ওয়াশিং ডাইং কারখানার কর্মকর্তা জয় মিয়া জানান, কারখানায় বয়লার বিস্ফোরণের পর দগ্ধ সেলিম খান ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । শিবিরের চার কর্মী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগর পুলিশের অভিযানে শিবিরের চার কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর মতিহার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, জোনাল হোসাইন, আহসান হাবিব, তৌহিদুর রহমানর, ও হারুন-অর রশিদ । শনিবার মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ইফতে খায়ের আলম জানান, শুক্রবার গভীর রাতে নগর পুলিশের মতিহার থানা ৪ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নগর পুলিশের অভিযানে আরও ৩০ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। সবাইকে শনিবার সকালে আদালতে চালান করা হয়েছে। নিখোঁজ স্কুলছাত্র সোয়াদ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ অক্টোবর ॥ সাভারে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সামিউল কবির সোয়াদ (১৩)। সে সাভার পৌর এলাকার চাপাইনের ‘চাপাইন নিউ মডেল হাই স্কুল’র ৭ম শ্রেণীতে অধ্যয়নরত। সোয়াদের পিতা হুমায়ুন কবির জানান, তার ছেলে পৌর এলাকার ছায়াবিথী মহল্লার ‘জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’-র প্রধান গেটে অবস্থিত বাসা থেকে ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বের হয়। কিন্তু এরপর আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় পর দিন তিনি সাভার মডেল থাানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৯৮) দায়ের করা হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আগের দিন পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণে ছেলেকে সামান্য বকেছিলেন। কিন্তু, এ কারণেই যে তার ছেলে এভাবে বাসা থেকে চলে যাবে- তা বুঝতে পারেননি। যাওয়ার সময় স্কুল ব্যাগে করে দু’ সেট পোশাক নিয়ে যায়। তার ছেলের পরনে ছিল নীল রংয়ের গেঞ্জি ও জিন্সের প্যান্ট। তার ছেলের গায়ের রং ফর্সা, স্বাস্থ্য হালকা ও উচ্চতা অনুমান ৪ ফুট ২ ইঞ্চি। কেউ তার ছেলের সন্ধান পেলে মোবাইল ফোনে (০১৭৪৬-৬৩৪৪৭২) জানানোর জন্য অনুরোধ জানান। খুলনায় প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নগরীর খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলের মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরের কাজ সেরে বাড়িতে চলে যান। গভীর রাতের যে কোন সময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে দুর্গা প্রতিমার হাত, গণেশের সুরসহ কয়েকটি প্রতিমা ভাংচুর করে চলে যায়। শনিবার সকালে মন্দিরের লোকজন এসে প্রতিমা ভাংচুর দেখতে পায়। খবর পেয়ে শনিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বর্তমান ও সাবেক কাউন্সিলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন ও হিন্দু- বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫ নিচস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ অক্টোবর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত হয়েছেন ৩৫ জন। এদের মধ্যে গুরুতর দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার অন্তর হাওলাদারের সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের সঙ্গে হাতাহাতি হয়। এরই জেরে ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ও লাইনের অতিরিক্ত পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের সময় ১৫ পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ৩৫ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় পার্টির সম্মেলনে সংঘর্ষ ॥ আহত ১১ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৬ অক্টোবর ॥ বরগুনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির সম্মেলনে হানিফ মাতুব্বরকে সভাপতি ও মাইনুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পর বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন হাওলাদারের সমর্থকরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি ও বরগুনা জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন হাওলাদার অভিযোগ করেন, সম্পূর্ণ অসাংগঠনিকভাবে কেন্দ্রীয় মহাসচিবের চিঠির প্রেক্ষিতে সম্মেলন করা হয়েছে। এত কম সময়ের মধ্যে সম্মেলন করা হয়েছে যে উপজেলা পর্যায়ের অধিকাংশ নেতাকর্মীরা অংশ নিতে পারে নাই। যারা একসময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাদেরই আবার দলের নেতৃত্বে আনা হয়েছে। তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা কমিটি ঘোষণায় ক্ষুব্ধ হলে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। নিকলীতে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ অক্টোবর ॥ নিকলীতে ইমাম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃৃতায় আফজাল হোসেন এমপি বলেন, ইসলাম ধর্ম সন্ত্রাস ও জঙ্গীবাদ সমর্থন করে না। শান্তির বার্তা নিয়ে ইসলামের আগমন ঘটেছিল। মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) থেকে শুরু করে ইসলামের প্রচারকগণ ইসলামের শান্তির বার্তাই প্রচার করেছেন। যারা পথভ্রষ্ট তারাই সন্ত্রাস ও জঙ্গীবাদ ছড়ায়। এ সময় তিনি বাল্যবিয়ে, যৌতুক প্রথাসহ সামাজিক কুসংস্কার থেকে মুক্ত থাকতে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ইমামদের প্রতিটি মসজিদে খুৎবায় আলোচনা করারও আহ্বান জানান। নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ইউএনও ইয়াহ ইয়া খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঁইয়া প্রমুখ বক্তৃৃতা করেন। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার পাগলাবাড়ি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সেলিম হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টায়। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মৃত সেলিম ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুলাহপুর দক্ষিনশিপা এলাকায় নুরল ইসলামের ছেলে।
×