ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান রশিদুল

প্রকাশিত: ০৬:৪০, ৭ অক্টোবর ২০১৮

নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান রশিদুল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরীগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়নপ্রত্যাশী রশিদুল ইসলাম। তিনি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সহসভাপতি, কিশোরীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। জাতীয় পার্টির পক্ষে এ আসনে মনোনয়নপ্রত্যাশায় রশিদুল ইসলাম শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেন। নীলফামারী শহরের মিডিয়া হাউসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন জীবন পরিক্রমায় তিনি জাতীয় পার্টির শুরু থেকে স¤পৃক্ত। তিনি জাতীয় পার্টির আদর্শ লালন করে একটানা তিনবার উপজেলার মাগুড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বলেন এরশাদের বিখ্যাত উক্তি আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই এলাকা উন্নয়নে মুখ্য ভূমিকা পালনে গ্রামবাংলার লোকজনের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ফিরিয়ে দেয়াই আমার এবং আমার পার্টির সব নেতাকর্মীর একমাত্র লক্ষ্য। এ সংসদীয় আসন থেকে মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হলে শিক্ষার সার্বিক উন্নয়ন, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো নির্মাণে যা যা দরকার তার সবই করতে চান। তিনি দাবি করে বলেন তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রশাসনের সহযোগিতায় এলাকাকে ভিক্ষুকমুক্ত করার প্রধান দায়িত্ব পালন করেন। ফলে আজ কিশোরীগঞ্জ উপজেলা ভিক্ষুকমুক্ত। সেই সঙ্গে বর্তমান সরকারের সহায়তায় ভিক্ষুকদের পুনর্বাসন করতে সক্ষম হন। এর পাশাপাশি তিনি কিশোরীগঞ্জ উপজেলার সন্ত্রাস জঙ্গীবাদ, চুরি ডাকাতি, রাহাজানি প্রতিরোধ ও এলাকাকে মাদকমুক্ত, বাল্যবিবাহ, জুয়া বন্ধের ঘোষণার অগ্রণী ভূমিকার জন্য ২০১৭ সালে পুলিশ দিবসে পুলিশের পক্ষে সম্মাননা পদকে ভূষিত হন। এ ছাড়া উপজেলায় ডায়াবেটিস রোগীদের জন্য একটি ডায়াবেটিস হাসপাতাল স্থাপনে সক্ষম হয়েছেন।
×