ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ উপাচার্যের রয়্যাল কলেজ অব ফিজিসিয়ান্স অব লন্ডনের ফেলোশিপ লাভ

প্রকাশিত: ০৬:৩৩, ৭ অক্টোবর ২০১৮

বিএসএমএমইউ উপাচার্যের রয়্যাল কলেজ অব ফিজিসিয়ান্স অব লন্ডনের ফেলোশিপ লাভ

দেশ ও বিদেশে নিউরো সার্জারি বিষয়ক চিকিৎসা সেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অব সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া রয়্যাল কলেজ অব ফিজিসিয়ান্স অব লন্ডনের সম্মানসূচক ফেলোশিপ লাভ করেছেন। রয়্যাল কলেজ অব ফিজিসিয়ান্স অব লন্ডন-এর প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ আন্দ্রে গুড্ডার্ড এফআরসিপি ই-মেলের মাধ্যমে প্রেরিত এক পত্রে অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার ফেলো হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের জুলাই অথবা সেপ্টেম্বরে অথবা ২০১৯ সালের জুলাই অথবা সেপ্টেম্বরে রয়্যাল কলেজ অব ফিজিসিয়ান্স অব লন্ডন-এর ফেলোশিপ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়াকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিয়োগপ্রাপ্ত হয়ে চলতি বছরের ২৪ মার্চ ২০১৮ইং তারিখে দেশের বিশিষ্ট নিউরো সার্জন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি এবং এ বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি
×