ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশংসায় ভাসছেন মেসি-নেইমার

প্রকাশিত: ০৫:৪৩, ৬ অক্টোবর ২০১৮

  প্রশংসায় ভাসছেন মেসি-নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরু থেকেই উড়ন্ত ছন্দে আছেন লিওনেল মেসি। তবে বেশ অচেনা লাগছিল নেইমারকে। অবশেষে ব্রাজিলিয়ান সুপারস্টার জ্বলে উঠেছেন। তাও আবার ইউরোপ সেরার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। বুধবার রেডস্টার বেলগ্রেডের বিরুদ্ধে রেকর্ডগড়া হ্যাটট্রিক করেন নেইমার। একই রাতে মেসি করেছেন জোড়া গোল। এবারের চ্যাম্পিয়ন্স লীগে বার্সিলোনা ডায়মন্ড প্রথম ম্যাচে করেছেন হ্যাটট্রিক। দুই ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা এখন পাঁচটি। সময়ের দুই সেরা তারকাকে নিয়ে তাই বন্দনায় ব্যস্ত ফুটবল বিশ্ব। প্যারিসে ‘সি’ গ্রুপের ম্যাচে পিএসজি ৬-১ গোলে জয় পায়। ম্যাচের শুরুতেই দারুণ এক বাঁকানো ফ্রিকিকে স্বাগতিকদের এগিয়ে নেন নেইমার। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। দ্বিতীয়ার্ধে আরও একটি অসাধারণ ফ্রিকিকে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে ছয় গোল করলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের পর দলের পারফর্মেন্সের প্রশংসা করেন নেইমার। তিনি বলেন, আমরা জয়ের ইচ্ছেটা দেখালাম। আর ম্যাচটা জিততে আমাদের ফুটবলটা খেললাম। আমরা জানতাম যে এটা কঠিন হতে পারে। কিন্তু আমরা ভাল ছন্দে খেললাম। আর শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতলাম। রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে এই পারফর্মেন্স মৌসুমের সেরা কিনা, এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, হ্যাঁ, এখন পর্যন্ত সেরা। শুধু আমার নয়, আমাদের দলেরও সেরা ম্যাচ। ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, আমি গোল পেলাম কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু আমার দলের জয় চাই। যদিও যখন আমি গোল করি, আমি আরও খুশি হই। নেইমারের এমন পারফর্মেন্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পিএসজি কোচ টমাস টাচেল ও দলের খেলোয়াড়রা। টাচেল বলেন, নেইমার এমন একজন খেলোয়াড় যাকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এদিকে বিশ্বের অন্য সব খেলোয়াড়ের চেয়ে মেসিকে এগিয়ে রেখেছেন তার ক্লাব সতীর্থ জর্র্ডি আলবা ও ইভান রাকিটিচ। তাদের মতে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার আর্জেন্টাইন এই তারকার পাওয়া উচিত ছিল। এ বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ৩১ বছর বয়সী মেসি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ। এ বিষয়ে আলবা বলেন, আমার কাছে বর্ষসেরার পুরস্কারটা ভুল। মডরিচ অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। কিন্তু মেসির অবস্থান আলাদা টেবিলে, সে অন্য একটা পর্যায়ে খেলে। আরও একবার সে দেখিয়েছে যে সে বিশ্বের সেরা। আলবার সঙ্গে একমত বার্সিলোনার ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচও। তিনি বলেন, মডরিচ অসাধারণ একটা মৌসুম কাটানোর মতো পরিস্থিতি কখনও কখনও হয়। আর সম্ভবত মানুষ একটু পরিবর্তন চায়। কিন্তু সবাইকে সম্মান করেই বলছি, লুকা এবং অন্যরা জানে যে একজন খেলোয়াড় আছে যে অন্যদের চেয়ে আলাদা। আর সে হলো লিও মেসি। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড এরই মধ্যে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচে করেছেন দশ গোল। এছাড়া সতীর্থদের পাঁচটি গোলে অবদানও রেখেছেন ক্ষুদে এই জাদুকর।
×