ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ চারে ওজনিয়াকি

প্রকাশিত: ০৫:৪১, ৬ অক্টোবর ২০১৮

 শেষ চারে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে নাওমি ওসাকা। দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর গত মাসে প্যানপ্যাসিফিক ওপেনেরও ফাইনাল খেলেন জাপানের এই প্রতিভাবান খেলোয়াড়। সেই টুর্নামেন্টের ফাইনালে হারের পর চায়না ওপেনেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন বিশ বছরের এই তরুণী। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই এই টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। কোয়ার্টার ফাইনালে শুক্রবার জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় নাওমি ওসাকা ৩-৬, ৬-৪ এবং ৭-৫ গেমে পরাজিত করেন চীনের ঝ্যাং শুয়াইকে। এ বছরেই ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান নাওমি ওসাকা। তাও আবার নিজের আইডল সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ইউএস ওপেনের শিরোপা জিতেন তিনি। এরপর প্যানপ্যাসিফিক ওপেনের ফাইনালে জায়গা করে নেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছে হেরে যান তিনি। এরপর ক্লান্ত থাকার কারণে উহান ওপেন থেকে নিজেকে বিশ্রামে রাখেন ওসাকা। তবে চায়না ওপেনে ফিরেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন জাপানের প্রথম কোন গ্র্যান্ডস্লাম জয়ী এই খেলোয়াড়। কিন্তু কোয়ার্টার ফাইনাল জিততে রীতিমতো ঘাম ঝরেছে নাওমি ওসাকার। যেখানে তার প্রতিপক্ষ ছিল স্বাগতিক চীনের ঝ্যাং শুয়াই। যার কাছে প্রথম সেটেই ৬-৩ গেমে হেরে যান নাওমি ওসাকা। কিন্তু দ্বিতীয় সেটেই স্বরূপে ফিরেন তিনি। তৃতীয় সেটে আবার দুন্ধুমার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের পর নাওমি ওসাকা ৭-৫ গেমে জিতে শেষ চারের টিকেট নিশ্চিত করেন। অন্যদিকে দারুণ পারফর্ম করেও পরাজয়ের হতাশা নিয়ে কোর্ট ছাড়তে হয় ঝ্যাং শুয়াইকে। এমন ম্যাচ জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন নাওমি ওসাকা নিজেও। ম্যাচের শেষে তো প্রতিপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে নাওমি ওসাকা বলেন, ‘তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রকৃতপক্ষে আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সাধারণত এমনটা খুব কম হয়।’ টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে নাওমি ওসাকার সামনে আজ বড় বাধা এ্যানাস্তাসিয়া সেভাস্তোভা। শেষ আটে তিনি পরাজিত করেন ডোমিনিকা সিবুলকোভাকে। কঠিন লড়াইয়ের পর সেভাস্তোভা এদিন ৬-৩ এবং ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে। টেনিস কোর্টে ২০১৬ সালটা দারুণ কেটেছিল সিবুলকোভার। সে বছরে কয়েকটি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। এদিকে শুক্রবার চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে সহজেই জয়ের দেখা পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। শেষ আটের ম্যাচে ড্যানিশ টেনিস তারকা এদিন ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করেন ক্যাটেরিনা সিনিয়াকোভাকে। ফাইনালে ওঠার লড়াইয়ে ওজনিয়াকির প্রতিপক্ষ ওয়াং কিয়াং এবং এরিনা সাবালেঙ্কার মধ্যকার বিজয়ী খেলোয়াড়। গত কয়েক মৌসুম ধরেই টেনিস বিশ্বে আলো ছড়াচ্ছেন ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। মেজর কোন গ্র্যান্ডস্লাম জিততে পারছিলেন না। অবশেষে সেই আক্ষেপটাও ঘুচে গেছে ড্যানিশ তারকার। এ বছরের শুরুতেই স্বপ্নের গ্র্যান্ডস্লামের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি পরাজিত করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে। তবে সেই টুর্নামেন্টের শিরোপা জয়ের পরের সময়টাতে নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি ক্যারোলিন ওজনিয়াকি। যদিওবা চায়না ওপেনে দুর্বার গতিতেই ছুটছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান।
×