ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুষ নেয়ার অভিযোগে শাহবাজ শরীফ গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৬, ৬ অক্টোবর ২০১৮

 ঘুষ নেয়ার অভিযোগে শাহবাজ শরীফ  গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘুষ গ্রহণের অভিযোগে পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর এই নেতাকে গ্রেফতার করা হয়। -খবর এএফপির ও ডন অনলাইনের পাকিস্তানের অঞ্চলিক দুর্নীতি দমন সংস্থার প্রধান শাহজাদ সালেম বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে পাঞ্জাব প্রদেশে গৃহায়ন প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে। তবে পাকিস্তানের সাবেক গবর্নর শাহবাজ শরীফকে কবে আদালতে তোলা হবে-এ বিষয়ে আপাতত কিছু জানাননি শাহজাদ সালেম। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, আগামী ১৪ অক্টোবরের উপনির্বাচনে ইমরান খানের জোটের ভরাডুবির আশঙ্কায় শাহবাজ শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইসলামাবাদের শুক্রবার এক সংবাদ সম্মেলনে মরিয়ম আওরঙ্গজেব বলেন, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়। পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো এ বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার মেয়ে মরিয়মকে সাজা দেয়। এরপর গত মাসে আদালতের নির্দেশে নওয়াজ শরীফ ছাড়া পান। গত জুলাই মাসে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টির কাছে তার দল পরাজিত হয়।
×