ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জমজমাট উন্নয়নমেলা ॥ ব্যাপক সমাগম

প্রকাশিত: ০৪:২৭, ৬ অক্টোবর ২০১৮

  চট্টগ্রামে জমজমাট  উন্নয়নমেলা ॥  ব্যাপক সমাগম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে জমজমাট রূপ ধারণ করেছে উন্নয়ন মেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় ছিল দর্শনার্থীদের অত্যধিক চাপ। সকাল ১০টা থেকেই উৎসুক অনেক মানুষকে দেখা যায় মেলামুখী হতে। তবে বিকেলে সমাগম ছিল ব্যাপক। মেলাঙ্গনে সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তুলে ধরা হচ্ছে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এছাড়া মেলা মঞ্চে রয়েছে আলোচনা সভাসহ নানা ধরনের উপস্থাপনা। চট্টগ্রামে সুপরিসর এই মেলায় অংশ নিয়েছে ১৭০টি সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী সংস্থা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদফতর, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আবহাওয়া অধিদফতর, বাংলাদেশ বেতার, বন বিভাগ, পাসপোর্ট অধিদফতর, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, মৎস্য অধিদফতর, জেলা প্রাণিসম্পদ অফিস, বিআরটিএ, এলজিইডি, বিটিসিএল, কারা অধিদফতর, খাদ্য বিভাগ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সিভিল সার্জন কার্যালয়, প্রাথমিক শিক্ষা অফিস, রফতানি উন্নয়ন ব্যুরো, চা বোর্ড, বিসিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, আনসার ভিডিপি, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি। মেলায় তুলে ধরা হয়েছে বর্তমান সরকার আমলে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, সেবা, প্রযুক্তিসহ নানামুখী কর্মকা-। আগামী ৬ অক্টোবর শনিবার পর্যন্ত এ মেলা চলবে।
×