ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাসায়নিক প্রয়োগে ৮ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৪:২৬, ৬ অক্টোবর ২০১৮

 রাসায়নিক প্রয়োগে ৮ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ অক্টোবর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী সোনারপাড়া গ্রামে ধানক্ষেতের মাঠে ৭ কৃষকের বাড়ন্ত রোপা আমনের জমিতে রাসায়নিক প্রয়োগ করে প্রায় সাড়ে ৮ বিঘা জমির ধানক্ষেত পুড়িয়ে বিনষ্ট করেছে অজ্ঞাত দুর্বত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ফসলের সঙ্গে শত্রুতা করার অমানবিক ঘটনা ঘটানো হয়েছে বৃহস্পতিবার রাতে। জানা গেছে, উপজেলার সদর ইউয়িনের কুসুম্বী সোনার পাড়া গ্রামের কৃষক সেলিম উদ্দীনের ৪ বিঘা, আব্দুর রাজ্জাকের ১ বিঘা, বেলাল হোসেনের ৯ কাঠা, ইয়াছিন আলীর দেড় বিঘা, শাহাদুলের ১ বিঘা, মোনাক্কার ৮ কাঠা, তছির সরদারের ৫ কাঠা জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করে। এদিন রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা আমন ক্ষেতের ওইসব জমিতে রাসায়নিক প্রয়োগ করে বাড়ন্ত ধান গাছ পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পূর্বশত্রুতার জের ধরে গত ৫ বছর ধরে দুর্বৃত্তরা আমাদের আর্থিক ক্ষতি সাধন করার জন্য এ ঘটনা ঘটিয়ে আসছে। এ বিষয়ে এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত উপজেলা কৃষি বিভাগ ও থানা প্রশাসনের কোথাও কোন অভিযোগ করা হয়নি বলে কৃষি অফিসার কামরুজ্জামান ও থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই ফজলুল হক দাবি করেছেন।
×