ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দু’দলের সংঘর্ষে নিহত দুই ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৪১, ৫ অক্টোবর ২০১৮

নরসিংদীতে দু’দলের সংঘর্ষে  নিহত দুই ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পূর্ব শত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আনোয়ারা (৪৫) ও মোতলিব (৪৫) নামে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার চর এলাকা করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের বাচ্চু মেম্বারের সমর্থকদের সঙ্গে একই গ্রামের আজগর আলীর সমর্থকদের জমি সংক্রান্তে বিরোধে মামলা-পাল্টা মামলা চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে ৬-৭ মাস পূর্বে বাচ্চু মেম্বারের সমর্থক মোঙ্গল মিয়া (৩৩) নামে এক ব্যক্তি খুন হয়। এ বিষয়ে নিহতের ভাই রবিউল বাদী হয়ে আজগর আলীর সমর্থক ৪৩ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামিরা বুধবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ৩০ জনের জামিন মঞ্জুর করেন, বাকি ১৩ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ৩০ আসামি কোট থেকে জামিন নিয়ে বুধবার রাতে নিজ নিজ বাড়িতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিপক্ষ বাচ্চু মেম্বারের সমর্থকরা। তারা বৃহস্পতিবার সকালে সঙ্ঘবদ্ধ হয়ে আজগর আলীর সমর্থকদের বাড়ি-ঘরে টেটা নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের ১২ জন টেটাবিদ্ধ হয়। আহতদের মধ্যে আনোয়ার আলী, রহম আলী, শফিক, মোতালিব, ইমাম আলী, কামাল ও আক্কেল আলীকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক টেটাবিদ্ধ আনোয়ার আলীকে মৃত ঘোষণা করেন। টেটাবিদ্ধ অপর আহত শফিক, মোতালিব ও কামালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোতালিব (৪৫) মারা যায়। এ ঘটনায় বাচ্চু মেম্বারকে পুলিশ গ্রেফতার করেছে।
×