ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে উৎখাত করে তৃতীয় শক্তি প্রতিষ্ঠা করতে চায় যুক্তফ্রন্ট ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৮, ৫ অক্টোবর ২০১৮

শেখ হাসিনাকে উৎখাত করে তৃতীয় শক্তি প্রতিষ্ঠা করতে চায় যুক্তফ্রন্ট ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ অক্টোবর ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, শেখ হাসিনাকে উৎখাত করে ৩য় শক্তি প্রতিষ্ঠা করতে চায় যুক্তফ্রন্ট। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। যারা যুক্তফ্রন্ট করে নানা কথা বলছে তারা মৌসুমী পাখির মতো গজিয়ে উঠেছে। আমার প্রশ্ন হলো যখন দেশে নানা ধরনের সমস্যা দেখা দেয় তখন এ ঐক্য থাকে কোথায়? নির্বাচন এলেই তারা হঠাৎ করে উদয় হয়। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, কোকিল ডাকে বসন্তকালে, বসন্তকালে তাদের ডাক মধুর শোনা যায়। অসময়ে কোকিলের ডাক মধুর শোনায় না। আমার দেশে রাজনীতিতে দেখা যায় নির্বাচন আসলেই ড. কামাল, বি. চৌধুরীসহ কিছু লোকজন মৌসুমী কোকিলের মতো গজিয়ে ওঠেন এবং খুব ভাল ভাল কথা বলেন। প্রশ্ন হলো, যারা যুক্তফ্রন্ট করেছেন তারা যদি নির্বাচনে দাঁড়ান তাহলে কয়জন নির্বাচনে জিতবেন, এ পর্যন্ত জিতেছেনই বা কয়জন? নৌমন্ত্রী যুক্তফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর দয়ায় ড. কামাল ৭০ ও ৭৩ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। এর পরে আর একবারের জন্যও তিনি নির্বাচিত হতে পারেননি। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদৌজ্জা চৌধুরী প্রসঙ্গ টেনে শাজাহান খান বলেন. ডাঃ বি, চৌধুরী একজন ভাল ডাক্তার। তিনি প্রেসক্রিপশন ভাল লেখেন। তবে উনি (বি. চৌধুরী) রাজনীতির ভাল ডাক্তার হতে পারেননি, গণতন্ত্রের ভাল ডাক্তার হতে পারেননি। যে কারণে বারবার প্রেসক্রিপশন ভুল করেন। কারণ ওনার প্রেসক্রিপশন ষড়যন্ত্রের পেসক্রিপশন। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার ও অতিরিক্ত সচিব (অব.) স্বপন কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সরকারী নাজিমউদ্দিন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল হক মিয়া, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, মুক্তিযোদ্ধা সাবেক সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ। উন্নয়ন মেলা উপলক্ষে সকালে লেকেপাড় স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজৈরে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ থেকে ৬ অক্টোবর এ মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলায় রাজৈর উপজেলার বিভিন্ন দফতর, ইউনিয়ন পরিষদ, রাজৈর থানা, মুক্তিযোদ্ধা, পৌরসভা, পল্লীবিদ্যুতসহ মোট ৫২টি স্টল অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন নৌমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা রোকেয়া শাজাহান।
×