ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওপেনিংয়ে রেকর্ড জুটি রনি-মজিদের

প্রকাশিত: ০৬:৫৬, ৪ অক্টোবর ২০১৮

ওপেনিংয়ে রেকর্ড জুটি রনি-মজিদের

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয়দিনে ডাবল সেঞ্চুরি করেছেন রনি তালুকদার। চট্টগ্রামের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ২৫২ বলে ১৮ চার ও ৭ ছক্কায় অপরাজিত ২২৮ রান করেন রনি। রনির সঙ্গে আব্দুল মজিদের ১৩২ রানের ইনিংসে ঢাকা বিভাগ ১ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে ইনিংস ঘোষণা করে। রনি ও মজিদ মিলে উদ্বোধনী জুটিতে রেকর্ড জুটিও গড়েন। প্রথম ইনিংসে ২৩৮ রান করে ঢাকা। চট্টগ্রাম প্রথম ইনিংসে ১৪২ রান করে। চট্টগ্রামের সামনে জিততে ৪৮২ রানের টার্গেট দাঁড় হয়। তৃতীয়দিন শেষে চট্টগ্রাম ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। আজ চতুর্থদিনে চট্টগ্রামের জিততে আরও ৩৪৭ রান লাগবে। চট্টগ্রামের হাতে থাকা ৭ উইকেট দিন শেষ হওয়ার আগে তুলে নিতে পারলেই জিতে যাবে ঢাকা বিভাগ। ফতুল্লায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা বিভাগের ওপেনার রনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে মোট দুটি ডাবল সেঞ্চুরি ছিল রনি তালুকদারের (২২৭ ও ২০১)। বুধবার সেই সংখ্যাটিকে তিনে নিয়ে গেলেন তিনি। মঙ্গলবার সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রনি। বুধবার দুপরে সেটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ তিনটি করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মোসাদ্দেক হোসেন (২৮২, ২৫০ ও ২০০), তুষার ইমরান (২২০, ২১৭ ও ২০৩) ও অলক কাপালী (২২৮, ২১১ ও ২০০)। এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির তালিকায় যুক্ত হলেন রনি তালুকদার। জাতীয় ক্রিকেট লীগের এবারের আসরে প্রথম ডাবল সেঞ্চুরি করেন আরিফুল হক। বগুড়ায় রংপুর বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে মঙ্গলবার ডাবল সেঞ্চুরি করেন আরিফুল। রনি ও মজিদ জুটিতে এসেছে রেকর্ড রান। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন ঢাকা বিভাগের এই দুই ব্যাটসম্যান। ফতুল্লায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩৫০ রানের জুটি গড়েন তারা। রেকর্ড রানের জুটি গড়তে তারা পেছনে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমানকে। জাতীয় ক্রিকেট লীগের শেষ মৌসুমে চট্টগ্রামে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩৪১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো তিন ’শর বেশি রানের উদ্বোধনী জুটি গড়েছেন রনি-মজিদ। ২০১৫ সালে ফতুল্লাতেই ৩১৪ রান করেছিলেন ঢাকা মেট্রোর বিপক্ষে। একই বছর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩০৪ রান করেছিলেন বিকেএসপির ৩ নম্বর মাঠে। ফজলে মাহমুদ রাব্বি ও সোহাগ গাজীর সেঞ্চুরিতে ভালই জবাব দিচ্ছে। রংপুরের ৫০২ রানের জবাবটা ভালই দিচ্ছে তারা। তৃতীয়দিন শেষে বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৪। এখনও ১১৮ রানে পিছিয়ে আছে বরিশাল। ম্যাচটি নিশ্চিত ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছে। ফজলে মাহমুদ ১৩০ ও নুরুজ্জামান ১২ রানে অপরাজিত আছেন। সোহাগ গাজী আউট হয়েছেন ১২৮ রানে। আগের দিনের ১ উইকেটে ৯১ রান নিয়ে বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয়দিনের ব্যাটিং শুরু করে বরিশাল। জাতীয় লীগ মানেই যেন তুষার ইমরানের ব্যাট উঁচিয়ে ধরা। এবার প্রথম রাউন্ডেই জোড়া সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড অনেকদিন থেকেই তার। তুষার ইমরান এবার গড়লেন আরও এক কীর্তি। প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি জোড়া সেঞ্চুরি। প্রথম রাউন্ডে খুলনা বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন তুষার। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম ইনিংসে ১০৪ রানের পর বুধবার তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত আছেন ঠিক ১০০ রানে। তার সেঞ্চুরিসংখ্যাও পৌঁছে গেল ৩০-এর ঘরে, ঠিক ৩০টি। খুলনা বিভাগের বিপক্ষে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে মঙ্গলবার দ্বিতীয়দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মিজানুর রহমান। তার সঙ্গে সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় ছিলেন রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম অমি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ব্যক্তিগত ৯১ রানে অপরাজিত থেকে মঙ্গলবার দিনের খেলা শেষ করেন জহুরুল। তবে তৃতীয়দিনের শুরুতেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জহুরুলও। অধিনায়ক জহুরুল ইসলামের সেঞ্চুরির পর ভাল অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। অপরাজিত ১৬৩ রান করেন। তার এমন দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে তৃতীয়দিনের শুরুতেই দলীয় সংগ্রহ পাঁচশত (৫৫২/১০) ছাড়িয়েছে রাজশাহী। এর আগে টস জিতে ব্যাট করতে নামা খুলনা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১০ রান অলআউট হয়েছে। তুষারের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৮২ করেছে খুলনা। ঢাকা মেট্রোর ৪২৬ রানের সামনে পড়ে ২১৫ রানে অলআউট হয় সিলেট। এনামুল হক জুনিয়র ৯১ রান করেন। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে সিলেট। জাকির ৭২ রান করেন। রাজিন সালেহ ৫৩ রানে ব্যাট করছেন।
×