ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিমের সুখবর

চিকিৎসার জন্য শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

প্রকাশিত: ০৬:৫৪, ৪ অক্টোবর ২০১৮

চিকিৎসার জন্য শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

মিথুন আশরাফ ॥ আঙ্গুলের চিকিৎসা করাতে শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ইংল্যান্ড গিয়ে চিকিৎসককে আঙ্গুল দেখিয়ে সুখবরই বয়ে এনেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি সাকিব। টুর্নামেন্ট শেষ না হতেই দেশে ফিরে আসতে হয়েছে। দেশে ফিরে এসেই আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের অবস্থা ছিল শোচনীয়। অবস্থার অবনতি হওয়ায় ফাইনালের আগেই দ্রুত দেশে ফিরে আসতে হয় তাকে। পুঁজ জমে যাওয়ায় তা বের করে আনতে হয় সার্জারি করেই। অবশেষে সেই আঙ্গুুলের বাড়তি পরিচর্যায় অস্ট্রেলীয় হ্যান্ড সার্জনের দ্বারস্থ হচ্ছেন সাকিব। শুক্রবার হ্যান্ড সার্জন গ্রেগ হয়কে দেখাতে দেশ ছাড়বেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, গ্রেগ হয়ের সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানিয়েছেন সাকিবের সার্বিক অবস্থা যাচাইয়ের পরই সিদ্ধান্ত নেয়া হবে। পুনরায় তার সার্জারি লাগবে কিনা তা না দেখে বোঝা মুশকিল। কারণ সেটাই হবে সবশেষ ধাপ। অস্ট্রেলীয় বিশেষজ্ঞ চিকিৎসক সাকিবের সার্বিক অবস্থা দেখে নেয়া পরই নিজের রায় জানাবেন। দুবাই থেকে আকস্মিক সাকিব দেশে ফিরে আসেন। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামে দল। আরেকদিকে দেশের বিমানে চড়েন সাকিব। এতটাই আঙ্গুলের অবস্থা খারাপ ছিল। সেই খারাপ অবস্থা দেশে আসার পর আরও খারাপ হয়। দেশে ফেরার পর গত বৃহস্পতিবার তার হাতে দ্রুত ভিত্তিতে অস্ত্রোপচার করে পুঁজ বের করে আনা হয়। আঙ্গুল ফুলে যাওয়ায় ব্যথা আর সহ্য করতে পারছিলেন না। সার্জারির পর জানা যায় ভয় জাগানিয়া আরেক তথ্য। জমে থাকা পুঁজ ছড়িয়ে পড়েছিল সাকিবের বাম হাতে। দেরি হলেই ঘটে যেত সর্বনাশ! শুরুতে সাকিবের দেশের বাইরে হাতের চিকিৎসার জন্যে যাওয়ার কথা থাকলেও আচমকা দেশে ফিরেই এমন অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছেন। এখন তিনি অস্ট্রেলিয়াও যাবেন। সাকিবের আঙ্গুলের যে এমন অবস্থা হয়েছে এজন্য ফিজিওকে ব্যাখ্যা দিতে হবে। বিসিবি ব্যাখ্যা চাইবে। চোট পাওয়া আঙ্গুলে সংক্রমণের শুরু সাকিব দুবাই যাওয়ার পর থেকেই। কিন্তু সঠিক সময়ে ধরতে পারেননি দলের ফিজিও। কেন পারেননি, তার কাছে সেটির কারণ জানতে চাইবে বিসিবি। ফিজিও’র ব্যাপারে সাকিব নিজেই সংবাদ মাধ্যমে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন, ‘আমি গত ১৪-১৫ দিন ধরেই দলের সঙ্গে ছিলাম। ডাক্তার সঙ্গেই সঙ্গেই বলেছেন কী হয়েছে, কিন্তু ফিজিও সেটা করেননি। এটা সত্যি যে ফিজিও ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেন না। তবে এই ভুলের জন্য কিছুটা দায় তাকে নিতেই হবে।’ সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা অবশ্যই তার (ফিজিও) কাছে জানতে চাইব, সাকিবের কেন এমন হয়েছে। প্রধান নির্বাহীর (নিজাম উদ্দিন চৌধুরী সুজন) সঙ্গে কথা বলে জবাবদিহি চাওয়া হবে। সাকিবের আরও খারাপ কিছু হতে পারত। ফিজিওকে দলে রাখাই হয়েছে খেলোয়াড়দের দেখে রাখার জন্য।’ আরেকদিকে, তামিম সুখবর নিয়েই ফিরেছেন। তার অস্ত্রোপচার লাগছে না। পর্যাপ্ত বিশ্রামেই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল। এশিয়া কাপ শুরু করেছিলেন পুরনো চোটের ব্যথা নিয়ে। সেই চোটে আবার ব্যথা পান এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই। ব্যথা পেয়ে যেতে হয় হাসপাতালে। এরপর ব্যান্ডেজ করা আঙ্গুল নিয়ে ব্যাটিং করতে নেমে যান দলের প্রয়োজনে। তবে ছিটকে যেতে হয় এশিয়া কাপ থেকে। খেলা হয়নি আর কোনও ম্যাচ। দুঃখ নিয়ে ফিরে আসতে হয় দেশে। এরপর ডাক্তার দেখাতে ২৭ সেপ্টেম্বর পাড়ি দেন লন্ডনে। ডাক্তার দেখিয়ে রবিবার দেশে ফেরেন। তামিম নিজেই গণমাধ্যমকে জানান, ‘আপাতত কোনো অস্ত্রোপচারের আভাস দেননি ডাক্তার। সুস্থ হতে প্রয়োজন ৭ থেকে ৮ সপ্তাহের বিশ্রাম। তবে ৫ সপ্তাহ পরে দেখা করে নিজের অবস্থা জানাতে বলেছেন ডাক্তার। তখন বলা যাবে মাঠে নামতে কত সময় লাগতে পারে।’ এর মানে আগামী ৫০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ওপেনারকে। তাতে নিশ্চিতভাবে মিস করবেন ঘরের মাঠে জিম্বাবুইয়ে সিরিজ। মিস হতে পারে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও।
×