ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সেলুন কর্মচারীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৬:৪২, ৪ অক্টোবর ২০১৮

হবিগঞ্জে সেলুন কর্মচারীকে কুপিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ অক্টোবর ॥ প্রেমের টানে পালিয়ে বিয়ে করা ও শ্বশুরবাড়ির মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার হবিগঞ্জের সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাটে মতীন্দ্র মালাকার (২৫) নামে এক সেলুন কর্মচারীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা এবং সামাজিক সংগঠনের সভাপতি পদ নিয়ে একই দিন লাখাই উপজেলাধীন সিংহগ্রামে দু’পক্ষের মাঝে সংঘর্ষে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসহ একাধিক সূত্র মতে, চুনারুঘাটের গাভীগাঁও গ্রামের বাসিন্দা মনোরঞ্জন মালাকারের পুত্র মতীন্দ্র মালাকার ৫ বছর আগে কমলগঞ্জ উপজেলার যুদ্ধাপুর গ্রামের নিরঞ্জন মালাকারের মেয়ে সুমা মালাকারকে প্রেমের টানে পালিয়ে বিয়ে করে। কিন্তু তা মেনে নিতে পারেনি সুমার পরিবার। মঙ্গলবার মধ্য রাতে মতীন্দ্র তার কাজিরকাল বাজারের নিজ সেলুন থেকে বাড়ি ফেরার পথে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করার পর খোয়াই নদীর পাড়ে ফেলে দেয়। এদিকে স্থানীয় লোকজন বুধবার দুপুরে মতীন্দ্র’র মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে তা জানায়। মুন্সীগঞ্জে অটোচালক স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শহরের মানিকপুরে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নয়াগাঁও এলাকার মোছলেম মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩৫) মঙ্গলবার রাতে অটোরিক্সা নিয়ে বের হয়। পরে সকালে তার লাশ পাওয়া যায়। মরদেহের বুকে এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তার সঙ্গে থাকা টাকা এবং অটোরিক্সাটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। বুধবার সকালে রাস্তায় লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খুলনায় এসএসসি পরীক্ষার্থী ুস্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, মিথুন ম-ল নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিথুন তেঁতুলতলার ১০ নম্বর গেট এলাকার মৃত প্রশান্ত ম-লের ছেলে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে গুঞ্জন উঠেছে। মিথুনের পরিবারের দাবি মিথুনের বাবা নেই তার সম্পত্তির লোভে মিথুনকে মেরে ঘেরের পাশের একটি তেঁতুল গাছে ঝুঁলিয়ে রাখা হয়েছে। অপরদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথুন আত্মহত্যা করেছে।
×