ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে দু’মাসে পাঁচ শ’ বেসামরিক লোক নিহত

প্রকাশিত: ০৬:৩৫, ৪ অক্টোবর ২০১৮

আফগানিস্তানে দু’মাসে পাঁচ শ’ বেসামরিক লোক নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানে সেপ্টেম্বরে সংঘর্ষে ও সন্ত্রাসী হামলায় প্রায় ২শ’ ৪০ জন বেসারিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৩শ’ ৫০ জন। এক পর্যবেক্ষণ গ্রুপ মঙ্গলবার এ কথা বলেছে। খবর সিনহুয়া অনলাইনের। নিরপেক্ষ পর্যবেক্ষণ গ্রুপ সিভিলিয়ান প্রটেকশন এ্যাডভোকেসি গ্রুপ (সিপিএজি) এক প্রেস রিলিজে বলেছে, এ হতাহতের ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশে। ২১ সেপ্টেম্বর এক ঘটনায় নিহত হয়েছে অন্তত ৬৮ জন এবং ১শ’ ৬৫ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের মুহমান্দ দারা জেলায় এক মিছিল লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলা চালালে তারা হতাহত হয়। গ্রুপ বলেছে, নিরাপত্তা বাহিনীর বিমান ও স্থল হামলার কারণে অধিকাংশ লোক হতাহত হয়।
×