ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে না এলেও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫৮, ৪ অক্টোবর ২০১৮

বিএনপি নির্বাচনে না এলেও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি নির্বাচনে না এলেও ২০০৮ সালের মতো উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দেশে বিএনপি আমলের মতো আর মাগুরা মার্কা কিংবা ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে ২০০৮ সালের মতো উৎসবমুখর পরিবেশে। বিএনপি না এলে নির্বাচন কী থেমে থাকবে ? অবশ্যই থেমে থাকবে না। বিএনপি না এলেও এ দেশে আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচীতে অংশ নিয়ে এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে বুধবার তৃতীয় দিনের মতো নৌকার পক্ষে গণসংযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন স্থানে এই কর্মসূচীতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা উন্নয়নের প্রচারপত্র ও লিফলেট বিতরণের পাশাপাশি আগামীতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার ভয় থাকলে বিএনপি নির্বাচনে আসবে না। আগামী ডিসেম্বরের নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। বিএনপিও প্রস্তুত। কিন্তু এবার ঝুঁকি নিতে চায় না তারা। এবার সারাদেশে নৌকার জোয়ার। সেই জোয়ার থামানোর জন্য নির্বাচন বানচালের চেষ্টা করবে বিএনপি। সেখানেও যদি ব্যর্থ হয়, নির্বাচনে আসবে না। নির্বাচনে হেরে যাওয়ার ভয় থাকলে বিএনপি নির্বাচনে আসবে না। হেরে যাওয়ার ভয় থেকেই প্রতিদিন বিএনপি নেতারা আবল-তাবল বকছেন। নির্বাচনের জন্য বামদের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য চাননি বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য আমরাও চাই। কেমন জাতীয় এই ঐক্য, সেটা হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য আমরাও চাই, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে, জাতীয় ঐক্য আমরাও চাই নষ্ট রাজনীতির বিরুদ্ধে। তিনি বলেন, বামপন্থীরা আমার একটি বক্তব্যের ভুল বুঝেছে। আমি তাদের শ্রদ্ধা করি। আমি তাদের আমাদের সঙ্গে নির্বাচনী ঐক্যের জন্য আহ্বান জানাইনি, আমি বলেছি এই মুহূর্তে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকে নেতা মানেন, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই কথাই আমি বলেছি। ড. কামাল হোসেন- বি. চৌধুরীর ঐক্যের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে যেসব ঐক্যের কথা বলছে, তা শুরুতেই ভাঙ্গন শুরু হয়েছে। ঐক্যের মধ্যে ভাঙ্গনের সুর শুরু হয়ে গেছে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ঘরে ঘরে, পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকতে হবে যাতে করে কোন ধরনের নাশকতা করতে না পারে। নির্বাচন বানচালের জন্য যে কোন নাশকতা করার চেষ্টা করলে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেনসহ স্থানীয় মহানগর নেতারা।
×