ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. কামালের জামাতা বার্গম্যানের প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৫৬, ৪ অক্টোবর ২০১৮

ড. কামালের জামাতা বার্গম্যানের প্রবেশ নিষিদ্ধ

শংকর কুমার দে ॥ ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধাপরাধীদের বিচারে আদালত অবমাননার দায়ে জরিমানা ও এজলাসকক্ষে দাঁড়িয়ে থাকার সাজাপ্রাপ্ত আসামি তিনি। যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ-বিদেশের গণমাধ্যমে বিতর্কিত লেখালেখি, অপপ্রচার, হেফাজতের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মনগড়া ও বিতর্কিত প্রতিবেদন প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বাংলাদেশে আসতে চাইলে যাতে ভিসা দেয়া না হয় সেজন্য বাংলাদেশের সকল দূতাবাস ও হাইকমিশনকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, গণফোরাম সভাপতি ও সরকারবিরোধী জোট জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। তিনি যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ-বিদেশের গণমাধ্যমে বিতর্কিত লেখালেখি করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত ছাড়াও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে আসছেন তিনি। হেফাজতের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হতাহতের মিথ্যা, ভুয়া তথ্য উপস্থাপনসহ মনগড়া ও বিতর্কিত প্রতিবেদন প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ডেভিড বার্গম্যান বাংলাদেশে এসে যুদ্ধাপরাধীদের পক্ষে যাতে কোন অপপ্রচার চালাতে না পারেন, সেজন্য সরকার সতর্ক রয়েছে। তিনি যাতে বাংলাদেশে আসতে না পারেন, সেজন্য বিদেশে বাংলাদেশ দূতাবাস, ইমিগ্রেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের চিঠি দিয়ে এমন নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে। অনেক দেশ থেকে বাংলাদেশে ভিসা অন এ্যারাইভাল সুবিধা নিয়ে বাংলাদেশে আসার সুযোগ রয়েছে, সেসব দেশ থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যান, বাংলাদেশে আসতে চাইলে যাতে ভিসা দেয়া না হয় সেজন্য বাংলাদেশের সকল দূতাবাস ও হাইকমিশনকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, যেসব দেশ থেকে ভিসা ছাড়াই বাংলাদেশে আসার সুযোগ রয়েছে, সেসব দেশ থেকেও যাতে বাংলাদেশে আসতে না পারেন, সেজন্য দেশের সকল বিমানবন্দরে ইমিগ্রেশনকে নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া মামলার বিষয়ে ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্যের জন্য সাজা দেয়া হয় ডেভিড বার্গম্যানকে। তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদ- দেন যুদ্ধাপরাধীদের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাকে ওইদিন ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত এজলাসকক্ষে বসে থাকতেও হয়। রায়ে ডেভিড বার্গম্যান কিভাবে বাংলাদেশে সাংবাদিকতা করছেন, তা খতিয়ে দেখতে সরকারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার দায়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের দেয়া জরিমানা ও এজলাসকক্ষে দাঁড়িয়ে থাকার সাজার রায়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন ৪৯ বিশিষ্ট নাগরিক। বিবৃতিদাতারা ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ডেভিড বার্গম্যানের পক্ষে বিবৃতি দিয়ে যারা আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, মহিউদ্দিন আহমেদ, আনু মুহাম্মাদ, ড. শাহদীন মালিক ও এম হাফিজ উদ্দিন, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, সৈয়দা রেজওয়ানা হাসান, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ। বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে ১১ জন দেশের বাইরে অবস্থান করায় ট্রাইব্যুনাল তার আদেশ সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের মাধ্যমে ওই ১১ জনকে অবহিত করা এবং তাদের ব্যাখ্যা সংগ্রহ করে ট্রাইব্যুনালে জমা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ডেভিড বার্গম্যান বাংলাদেশে এসে যুদ্ধাপরাধীদের পক্ষে অপপ্রচার চালিয়েছেন, হেফাজতের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হতাহতের সংখ্যা বাড়িয়ে মিথ্যা, ভুয়া তথ্য উপস্থাপনসহ মনগড়া ও বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যাতে কোন অপপ্রচার চালাতে না পারেন সেজন্য ডেভিড বার্গম্যানের বাংলাদেশে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
×