ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গ্যাস চেম্বার বিস্ফোরণে নিহত ২ আহত ৩০

প্রকাশিত: ০৬:২১, ৩ অক্টোবর ২০১৮

টঙ্গীতে গ্যাস চেম্বার বিস্ফোরণে নিহত ২ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ২ অক্টোবর ॥ বিসিক শিল্প এলাকায় মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ফ্যান কারখানায় গ্যাস চেম্বার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত ও প্রায় ৩০জন আহত হয়েছে। নিহত ২জন হচ্ছে শামসুল ইসলাম (১৮), পিতা সাহেব আলী। তার গ্রামের বাড়ি নাড়িয়া পাড়া নেত্রকোনা জেলায়। অপরজন হচ্ছেন আজিজুল ইসলাম। তার বাড়ি মিরাশপাড়া এলাকায়। এই ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেবে জেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, এদিন দুপুরের দিকে কারখানার দোতলায় হঠাৎ করেই ১২/৮ ফিট আয়তনের গ্যাস চেম্বারটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্য গ্যাস চেম্বারগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে প্রায় ৩২ শ্রমিক-কর্মচারীকে আহত অবস্থায় উদ্ধার করে পাশর্^বর্তী টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ২জনকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার কর্মচারী রহিম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- কারখানার কর্মচারী কবির (২০), লাল চাঁন (২০), রনি (২০), রিপন (১৭), আসিফ (১৬), তানজিনা (১৮) ও কাকলী (১৬)। তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের এক চিকিৎসক বলেন, কবিরের শরীরের শতভাগ দগ্ধ ও লাল চাঁনের মাথায় আঘাত রয়েছে। তাদের দুইজনের অবস্থা অনেক বেশি খারাপ। তাছাড়া বাকি পাঁচজনের অবস্থাও গুরুতর। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
×