ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তারকাদের ছাড়াই মস্কোয় রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৭:১১, ২ অক্টোবর ২০১৮

তারকাদের ছাড়াই মস্কোয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে মাঠে নামছে পাঁচ পরাশক্তি। তারকাদের ছাড়াই মস্কো সফরে স্বাগতিক রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর বিরুদ্ধে খেলবে সবশেষ তিন আসরের চাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ‘জি’ গ্রুপের এই ম্যাচে আরও মুখোমুখি হচ্ছে ইতালির এএস রোমা ও চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেন। ‘এইচ’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তুরিনে সুইস ক্লাব ইয়াং বয়েজের মুখোমুখি হবে স্বাগতিক জুভেন্টাস। আর ওল্ড ট্রাফোর্ডে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার চ্যালেঞ্জ নিতে মাঠে নামছে প্রিমিয়ার লীগে বিধ্বস্ত থাকা ম্যানইউ। ‘ই’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারানায় ডাচ ক্লাব আয়াক্সের মুখোমুখি হবে জার্মানির বেয়ার্ন মিউনিখ। ‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচের হতাশা ভোলার মিশনে নামছে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে ফরাসী ক্লাব লিওর কাছে হারা সিটিজেনরা আজ রাতে জার্মান সফরে স্বাগতিক ক্লাব হফেনহেইমের বিরুদ্ধে খেলবে। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে লিও ও শাখতার ডোনেস্ক। বিশ্বকাপের ফাইনাল হওয়া লুঝনিকি স্টেডিয়ামে সিএসকেএ মস্কোর বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রিয়াল। এই ম্যাচে মাদ্রিদের হয়ে দলে ফিরেছেন লুকা মডরিচ। ফিফার বর্ষসেরা এই খেলোয়াড়ের সামনে শুধুমাত্র বিশ্বকাপ ফাইনালের স্মৃতিই নয়, মাদ্রিদকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাও থাকবে। দলের মূল ভরসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে যাওয়ার পর মডরিচই গ্যালাক্টিকোদের অন্যতম ভরসা। গত ছয় মৌসুমে এই প্রথমবারের মতো মডরিচ চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের হয়ে খেলতে নামছেন ঠিকই। কিন্তু সেখানে থাকছেন না রোনাল্ডো, ইনজুরির কারণে বাদ পড়া গ্যারেথ বেল। এছাড়া কাকা, অ্যাঞ্জেল ডি মারিয়া, জেমস রড্রিগুয়েজ পাড়ি জমিয়েছেন অন্য ক্লাবে। যে কারণে ৩৩ বছর বয়সে এসে পুরো দলকে টেনে তোলার দায়িত্ব পড়েছে ক্রোয়েট তারকার ওপর। বর্তমান স্কোয়াডে রিয়ালের মূল ভরসার নাম মডরিচ। তার প্রতিভা নিয়ে কখনই কোন সন্দেহ দেখা দেয়নি। যে কারণে রিয়াল শুধুমাত্র সামনের দিকেই এগিয়ে গেছে। থাইয়ের ইনজুরির কারণে মস্কো সফরে দল থেকে বাদ পড়েছেন বেল। বেলের পরপরই মাদ্রিদের সবচেয়ে দামী খেলোয়াড় হলেন করিম বেঞ্জামা ও টনি ক্রুস। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বলেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে মাদ্রিদ তরুণদের নিয়ে দল শক্তিশালী করার কাজে হাত দিয়েছে। মার্সেলো ও সার্জিও রামোসের অনুপস্থিতিতে ২২ বছর বয়সী রাইট ব্যাক আলভারো ওড্রিজলোর অভিষেক হতে পারে এই ম্যাচে। এবারের গ্রীষ্মে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল সোসিয়েডাড থেকে রিয়ালে যোগ দিয়েছেন আলভারো। অন্যদিকে ২০ বছর বয়সী ডানি সেবালোস ১৭ মিলিয়ন ইউরোতে রিয়াল বেটিস থেকে মাদ্রিদ এসেছেন। গত সপ্তাহে এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বেলের স্থানে বদলি হিসেবে তিনি খেলতে নেমেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে মার্কো এ্যাসেনসিওকে চার মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মায়োর্কা থেকে রিয়ালে নিয়ে আসা হয়। এই তিন স্প্যানিশই ভবিষ্যতের কথা চিন্তা করেই রিয়ালের সঙ্গে চুক্তি করেছিলেন। মূল স্কোয়াডে রিয়ালের হয়ে তরুণ খেলোয়াড়দের তালিকাটা প্রতিনিয়ত লম্ব হচ্ছে। মস্কো সফরে দলে আছেন ডানি কারভাহাল, নাচো, লুকাস ভাসকুয়েজ, মারিয়ানো ডিয়াজ, মার্কো লোরেনটে, কিকো ক্যাসিয়া ও সার্জিলো রিগুইলান। এরা প্রত্যেকেই রিয়ালের ইয়ুথ একাডেমির ছাত্র।
×