ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরের বেড়িবাঁধে শিশুর লাশ উদ্ধার, গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:২৭, ২ অক্টোবর ২০১৮

মোহাম্মদপুরের বেড়িবাঁধে শিশুর লাশ উদ্ধার, গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক থেকে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরান ঢাকার শ্যামপুরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকা অবৈধ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক থেকে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পথচারীরা ঢাকা উদ্যানের পাশের সড়ক থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনে। পথচারী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সকালে মোহাম্মদপুর ঢাকা উদ্যানসংলগ্ন বেড়িবাঁধের রাস্তায় শিশুটিকে পড়ে থাকতে দেখে সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি সকাল বেলা সড়কের ওপরে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগামী কোন যানবাহনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তবে তাকে কোন ধরনের পরিবহন ধাক্কা মেরেছে। তা তারা বলতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে ওই শিশুর লাশের ময়নাতদন্ত শেষে মর্গে হিমাগারে রাখা হয়েছে। নিহতের পরনে প্যান্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গৃহবধূর আত্মহত্যা ॥ পুরান ঢাকার শ্যামপুরে বাবলী আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, রবিবার রাত ১২টার দিকে গৃহবধূ বাবলীকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্বামী সাদ্দাম হোসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বামী সাদ্দাম জানান, তিনি পেশায় সেলুন দোকানের কর্মচারী। পুরান ঢাকার শ্যামপুরের জুরাইনে শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকেন। তিনি জানান, তার শাশুড়ি অসুস্থ। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। সন্ধ্যায় স্ত্রী বাবলীসহ শাশুড়িকে দেখে বাসায় ফেরেন। তখন বাবলী তার কাছে মেহেদী কেনার জন্য ৪০ টাকা চায়। তিনি তা দেননি। পরে এটি নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সে আমাকে পাশের রুমে চলে যেতে বলে। আমি চলে যাই। এ সময় আমাকে পাশের রুমে পাঠিয়ে বাবলী দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডাকাডাকি করে শব্দ না পেয়ে দরজা ভাঙ্গি। তখন ফ্যানের সঙ্গে স্ত্রী বাবলীকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত সেখান থেকে নামিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রবিবার গভীর রাতে ৬৬০টি কার্টনে থাকা এসব সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল হক জানান, কুয়েত থেকে আসা কেইউ ২৮৩ ফ্লাইট রবিবার রাত ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে বিপুল পরিমাণ সিগারেট আসবে এমন তথ্য পেয়ে ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখা হয়। কুয়েত ফ্লাইটের জন্য নির্ধারিত ৪ নং ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে একজন যাত্রী গ্রিন চ্যানেলের দিকে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তার পাসপোর্ট দেখতে চায়। ওই যাত্রী তার পাসপোর্ট রেখেই ভিড়ের মধ্যে পালিয়ে যায়। এ ছাড়া ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরও দুইটি লাগেজ পাওয়া যায়। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০২ ফ্লাইটের জন্য নির্ধারিত ৫ নং বেল্ট থেকে আরও দুটি লাগেজ পাওয়া গেছে বলে জানান সহিদুল হক। তিনি বলেন, সবগুলো লাগেজ স্ক্যান করে বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে রাত তিনটার দিকে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খুলে ৬৬০ কার্টনে এক লাখ ৩২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশী সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ এসব সিগারেটের মূল্য প্রায় ৬০ লাখ ৫০ হাজার টাকা।
×