ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না ॥ মুহিত

প্রকাশিত: ০৬:২৫, ২ অক্টোবর ২০১৮

বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে বর্তমানে যে ব্যবস্থা আছে, এর চেয়ে উত্তম ব্যবস্থা করা সম্ভবপর নয়। বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবেই তাদের অস্তিত্ব থাকবে না। আর এ নিয়ে আওয়ামী লীগও চিন্তিত নয়। সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারী দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী সিলেট অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের তাগিদ দিয়ে বলেন, সরকার বিদ্যুতের সরবরাহের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সিলেটে চাহিদামতো বিদ্যুত সরবরাহও করা হচ্ছে। তাই বিদ্যুত সম্পর্কিত গ্রাহকরা কোন অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকাই উচিত না। সভায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে মোমেন, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। এদিকে বিশ্ব প্রবীণ দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ‘প্রবীণরা সমাজের সম্মানিত ব্যক্তিত্ব। তাদের সম্মান জানানোর মাধ্যমে নিজেদেরই সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রবীণ ব্যক্তিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং আন্তরিক। প্রবীণ ব্যক্তিদের চিন্তা-চেতনা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের প্রত্যেক স্তরে প্রবীণ ব্যক্তিদের সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে।’ সোমবার সকালে সমগ্র বিশ্বের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসন এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সিলেটের উদ্যোগে র‌্যালি পরবর্তী সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে নগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্টসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে ড. কে এম আবদুল মোমেন, ড. আহমদ আল কবির, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
×