ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মানহানি মামলা হচ্ছে

প্রকাশিত: ০৫:১৩, ১ অক্টোবর ২০১৮

 সিনহার বিরুদ্ধে  যুক্তরাষ্ট্রে মানহানি মামলা হচ্ছে

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যে বই লিখেছেন, সেজন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এনআরবি গেøাবাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকা নিজাম বলেন, ‘আমার ল ফার্ম কাজ শুরু করেছে। সময় হলেই বিস্তারিত জানাব।’ নিজাম চৌধুরীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ওই ল ফার্মের আইনজীবীরা মামলার প্রেক্ষাপট যাচাই এবং ক্ষতিপূরণের অংক ঠিক করার জন্য আলোচনা শুরু করেছেন। সব প্রস্তুতি শেষ হলেই ফেডারেল কোর্টে আবেদন করা হবে। যুক্তরাষ্ট্রে আইন পেশায় থাকা অশোক কর্মকার বলেন, ‘সংক্ষুব্ধ ব্যক্তি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে মামলা করতে পারেন। এতে কোন বাধা নেই। তবে মামলার আবেদনের পক্ষে তথ্য-প্রমাণ থাকতে হবে। তাহলেই প্রতিকার পাওয়া যাবে।’ ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এর এক বছরের মাথায় তিনি বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে একটি বই লিখেছেন যা নিয়ে বাংলাদেশের মতো প্রবাসে বাংলাদেশীদের মধ্যেও আলোচনা চলছে। বইতে সিনহা লিখেছেন, ‘২০১৭ সালে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক এক রায় দেয়ার পর বর্তমান সরকার আমাকে পদত্যাগ করতে এবং নির্বাসনে যেতে বাধ্য করে।’ শনিবার ওয়াশিংটন ডিসিতে ৬১০ পৃষ্ঠার ওই আত্মজীবনীমূলক বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্যাটারসন সিটিতে বসবাসরত এসকে সিনহার সঙ্গে মামলার বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তার আত্মীয়দের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশভিত্তিক কোন মিডিয়ার সঙ্গে তিনি কথা বলতে চান না। এদিকে নিউ জার্সিতে যে বাড়িতে তিনি থাকছেন, তার মালিকানা তার ভাইয়ের নামে হলেও অর্থের উৎস নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন খবর এসেছে। এ বিষয়েও কোন মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি বিচারপতি সিনহা। তার লেখা বইটি এখন প্রবাসী বাংলাদেশীদের হাতে হাতে। অনেকেই ওয়েবসাইট থেকে সেটি প্রিন্ট করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের দাবি, নিউ ইয়র্কের জামায়াতপন্থি মিডিয়া এসকে সিনহার বইয়ের প্রচারের জন্য কাজ করছে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিনহার বই নিয়ে কথা বলেন।
×