ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের দিন ধার্যের বিষয়ে আজ আদেশ

খালেদার বিরুদ্ধে দুদকের পাঁচ মামলার দুটি শেষ পর্যায়ে

প্রকাশিত: ০৮:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

খালেদার বিরুদ্ধে দুদকের পাঁচ মামলার দুটি শেষ পর্যায়ে

বিকাশ দত্ত ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা পাঁচ মামলার মধ্যে দুটি শেষ পর্যায়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলা বিচারিক আদালতে রায় হবার পর এখন হাইকোর্টে আপীল শুনানির জন্য ২ অক্টোবর দিন ধার্য রয়েছে। অন্যদিকে জিয়া চ্যারিটেবল (দাতব্য) ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষ যুক্তিতর্কে অংশ না নেয়ায় দুদকের আইনজীবী রায়ের দিন ধার্য করার আবেদন করায় আজ রবিবার এ বিষয়ে আদেশ দেবে আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জনকণ্ঠকে বলেছেন, আমরা আশা করছি আপীল বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা হাইকোর্টে আপীলের নিষ্পত্তি হবে। আসামিপক্ষ যে আর্গুমেন্ট করবে তার জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত। এরই মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য সময় বেধে দেয়া আছে। তিনি আরও বলেন জিয়া চ্যারিটেবল স্ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষ ক্ষুদ্ধ হয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেছে। সে কপি এখনও পাই নি। আবেদনের কপি পেলে বুঝে আইনগত ব্যবস্থা নেব। আসামিপক্ষের আইনজীবী মোঃ সানাউল্লাহ মিয়া জনকণ্ঠকে বলেছেন, হাইকোর্টে কোন আবেদন করার আগে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীকে কপি দিতে হয়। এরপর আবেদন করা হয়। নিয়ম অনুযায়ীই করা হয়েছে। আর অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ৩১ অক্টোবরের মধ্যেই নিষ্পত্তি করতে হবে এটা কিন্ত বাধ্যবাধকতা নয়। তবু আমরা শুনানি করব এবং বিষয়টি আপীল না হওযা পর্যন্ত চলবে। শেষ পর্যন্ত শুনানি শেষ না হলে আপীল বিভাগের নজরে নেব। ৩১ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদন্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল নিষ্পত্তিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছে আপীল বিভাগ। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শেষ করতে ৩১ জুলাই হাইকোর্টকে সময় বেধে দেন আপীল বিভাগ।
×