ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনসিএল শুরু সোমবার

প্রকাশিত: ০৭:০১, ৩০ সেপ্টেম্বর ২০১৮

এনসিএল শুরু সোমবার

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) এবারের আসর শুরু হবে সোমবার। প্রথম শ্রেণীর ক্রিকেটের ২০তম আসর হবে এবার। প্রথম রাউন্ডে প্রথম স্তরে রাজশাহী-খুলনা ও বগুড়ায় বরিশাল-রংপুর মুখোমুখি হবে। প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরে ফতুল্লায় চট্টগ্রাম-ঢাকা ও সিলেটে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ঢাকা মেট্রো। এবার হোম ও এ্যাওয়ে ভিত্তিতে খেলবে দলগুলো। সোমবার শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৮ নবেম্বর। ৩৯ দিনে ক্রিকেটারদের খেলতে হবে ৬টি ম্যাচ। প্রতিটি রাউন্ডের মাঝে বিরতি তিনদিন করে। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুইয়ে দল। এর মধ্যেও চলবে জাতীয় লীগের খেলা। জিম্বাবুইয়ে সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রামে লীগের কোন ম্যাচ রাখা হয়নি। এবারের আসরে খেলা হবে আট ভেন্যুতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রংপুরের ক্রিকেট গার্ডেন, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম ও বরিশাল জেলা স্টেডিয়ামে খেলা হবে। গতবারের মতো এবারও দুই স্তরে (টায়ার ওয়ান ও টায়ার টু) জাতীয় ক্রিকেট লীগ হবে। প্রথম স্তরে গতবারের চ্যাম্পিয়ন খুলনার সঙ্গী রংপুর, বরিশাল ও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা রাজশাহী। দ্বিতীয় স্তরে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা মেট্রোর সঙ্গী প্রথম স্তর থেকে নেমে যাওয়া ঢাকা। টানা অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লীগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে ওয়ালটন গ্রুপকে জাতীয় ক্রিকেট লীগের ২০তম আসরের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি নির্বাহী পরিচালক (ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, টুর্নামেন্ট বিভাগের ইনচার্জ আরিফুল ইসলামসহ অন্যরা। এবারও যথারীতি ডাবল লীগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু’র চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টুতে নেমে যাবে। আগের আসরে প্রথম ব্যাট করতে নামা দলের জন্য ১২০ ওভার নির্ধারিত থাকলেও এবার কোন ওভারের সীমাবদ্ধতা থাকছে না। তাছাড়া একটি দল ২৫০ রানের পর যা রান করবে তার জন্য ০.১ পয়েন্ট করে পাবে। আর প্রতি ৮০ ওভার পরপর বল পরিবর্তন করা হবে। প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন।
×