ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

প্রকাশিত: ০৬:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

সংবাদদাতা, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়া হোটেলে আনন্দ-উল্লাস ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ছোট্টমণি লিয়ানা নেত্রীর জন্মদিনের কেক কাটেন। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন ও কোষাধ্যক্ষ এবিএম মাইনুদ্দিন। অনুষ্ঠানে এম নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যা মানুষের আস্থার প্রতিদান দিতে জানেন। বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার শাসনামলেই দেশের মানুষ ভাল থেকেছে। নির্যাতনের মুখে পালানোর সময় দুই শিশু গৃহকর্মী উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ গৃহকর্তীর নির্যাতনের মুখে রাজধানীর হাজারীবাগের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে বারান্দার রেলিং বেয়ে নেমে পালানোর সময় দুই শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ তাদের নিরাপদ হেফাজতে নিয়েছে। নির্যাতিত ওই গৃহকর্মীর নাম ফাহিমা (১০) ও রুবি (১০)। শুক্রবার সকালে হাজারীবাগ টালি অফিস রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাজারীবাগ থানার এসআই ফেরদৌস মিয়া জানান, শিশু দুটি পাঁচ তলার ফ্ল্যাটের বারান্দার রেলিং ঝুলে চতুর্থ তলা ও পর্যায়ক্রমে দ্বিতীয় তলার ফ্ল্যাটের বারান্দায় চলে আসে। পরে আশপাশের মানুষ দৃশ্যটি দেখে চিৎকার করতে থাকেন। দ্বিতীয় তলার ফ্ল্যাটের বারান্দার রেলিং থেকে তাদের উদ্ধার করা হয়। এসআই ফেরদৌস মিয়া জানান, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
×