ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে সারাদেশে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

প্রকাশিত: ০৫:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 উৎসবমুখর পরিবেশে সারাদেশে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

বিশেষ প্রতিনিধি ॥ সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শুক্রবার দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জš§দিন। আগামী বছর থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে আনন্দ মিছিল, স্মৃতিচারণ, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, ৩৭ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোকচিত্র প্রদর্শনী, শেখ হাসিনাকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধের সংকলন মোড়ক উšে§াচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্ক রয়েছেন। এই অধিবেশনে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তারাও বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন। তাই এবার অন্যরকম আনন্দে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বীরবিক্রম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, সহকারী একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম, সহকারী প্রেসসচিব ইমরুল কায়েসসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ওবায়দুল কাদের রিক্সা, ভ্যান বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় ছয়জন ভ্যান ও ছয়জন কর্মক্ষম গরিব দুঃস্থ মানুষের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়। রিক্সা ও ভ্যানবোঝাই করে আরও চারটি ট্রাক টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, পঞ্চগড় ও ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়। সেখানকার গরিব ও দুঃস্থদের মাঝে এসব রিক্সা ভ্যান বিতরণ করা হবে। দিনটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল নবীনদের দৃষ্টিতে শেখ হাসিনা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে বক্তব্য রাখেন জাতীয় নেতারা। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ সামাদ। একই সঙ্গে আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন শাখার নেতাদের কেন্দ্রীয় কর্মসূচীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচী গ্রহণ করে দিনটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোহাম্মদপুর কৃষি মার্কেট চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নের পথ পরিক্রমায় এক বিস্ময় তথা সম্ভাবনাময় নাম। তার বর্ণাঢ্য জীবন, কর্ম ও ইতিহাসকে থামিয়ে দিতে জাতীয় ঐক্যের নামে দুর্নীতিবাজ, এক-এগারোর কুশীলব ও মতলববাজরা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। এসব চিহ্নিত শত্রুকে প্রতিরোধ করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা-আলোচনা সভার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদ্যাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ সময় সংগঠনের সহ সভাপতি চিত্রনায়িকা নতুন, মোবারক আলী শিকদার, অরুণ সরকার রানার নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জোটের গুলশান অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্টিয়ারিং কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। আলোচনায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, চিত্রনায়িকা ফারজানা আমিন নূতনসহ সংগঠনের নেতৃবৃন্দ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ। এতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করিম চৌধুরী বাবুল। আওয়ামী প্রচার লীগ বেশকিছু ট্রাককে মঞ্চ বানিয়ে সেখানে গান-বাজনার মাধ্যমে গোটা রাজধানী ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর জন্য নগরবাসীর দোয়া কামনা করে। লালবাগে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু একাডেমি, ঢাকা বিভাগীয় শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, কেন্দ্রীয় শিশু-কিশোর মেলা, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট, ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন করে। মমতার শুভেচ্ছা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার টুইট করে শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এই কামনা করি।
×